Abhishek Chatterjee: প্রয়াত অভিনেতা হৃদমাঝারেই, সব রীতি নীতি মেনে সম্পন্ন অভিষেকের মৃত্যুবার্ষিকীর শ্রাদ্ধকাজ, রইল তার কিছু মুহূর্ত

Last Updated:
Abhishek Chatterjee: অভিষেক চলে যাওয়ার পর মেয়ে ডলের বড় হয়ে ওঠার পথে কোনও আঁচড় লাগতে দিতে চান না সংযুক্তা
1/10
গত বসন্তে টলিউডকে অনেকটা বর্ণহীন করে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর অকালপ্রয়াণে হতবাক হয়ে যান দর্শক তথা অনুরাগীরা।
গত বসন্তে টলিউডকে অনেকটা বর্ণহীন করে চলে যান অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর অকালপ্রয়াণে হতবাক হয়ে যান দর্শক তথা অনুরাগীরা।
advertisement
2/10
তাঁর চলে যাওয়ার এক বছর পূর্ণ হল। সব রীতি নীতি পালন করে সম্পন্ন হল প্রয়াত অভিনেতার মৃত্যুবার্ষিকীর পারলৌকিক শ্রাদ্ধকাজ বা বাৎসরিক৷
তাঁর চলে যাওয়ার এক বছর পূর্ণ হল। সব রীতি নীতি পালন করে সম্পন্ন হল প্রয়াত অভিনেতার মৃত্যুবার্ষিকীর পারলৌকিক শ্রাদ্ধকাজ বা বাৎসরিক৷
advertisement
3/10
মঙ্গলবার বাৎসরিকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা৷ শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন তিনি এবং তাঁদের একমাত্র সন্তান ডল৷
মঙ্গলবার বাৎসরিকের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিষেকের স্ত্রী সংযুক্তা৷ শ্রদ্ধার্ঘ নিবেদন করেছেন তিনি এবং তাঁদের একমাত্র সন্তান ডল৷
advertisement
4/10
রজনীগন্ধায় এবং অন্যান্য সাদা ফুলে সংযুক্তা সাজিয়েছিলেন ফ্ল্যাট৷
রজনীগন্ধায় এবং অন্যান্য সাদা ফুলে সংযুক্তা সাজিয়েছিলেন ফ্ল্যাট৷
advertisement
5/10
আপাতভাবে তিনি মেয়েকে একা বড় করলেও সংযুক্তার অনুভব জীবনের পথে তাঁর সঙ্গেই আছেন অভিষেক৷
আপাতভাবে তিনি মেয়েকে একা বড় করলেও সংযুক্তার অনুভব জীবনের পথে তাঁর সঙ্গেই আছেন অভিষেক৷
advertisement
6/10
জীবনসঙ্গীর উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করেন সংযুক্তা৷ তাই স্বামীর ছবি সব সময় সঙ্গে রাখার জন্য যাঁরা তাঁকে ট্রোল করেছিলেন, তাঁদের যোগ্য জবাব দিতেও পিছপা হননি৷
জীবনসঙ্গীর উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করেন সংযুক্তা৷ তাই স্বামীর ছবি সব সময় সঙ্গে রাখার জন্য যাঁরা তাঁকে ট্রোল করেছিলেন, তাঁদের যোগ্য জবাব দিতেও পিছপা হননি৷
advertisement
7/10
শুধু স্বামী নন৷ সংযুক্তা বার বার বলেছেন অভিষেক ছিলেন তাঁর বড় বন্ধুও৷
শুধু স্বামী নন৷ সংযুক্তা বার বার বলেছেন অভিষেক ছিলেন তাঁর বড় বন্ধুও৷
advertisement
8/10
অভিষেক চলে যাওয়ার পর মেয়ে ডলের বড় হয়ে ওঠার পথে কোনও আঁচড় লাগতে দিতে চান না সংযুক্তা৷
অভিষেক চলে যাওয়ার পর মেয়ে ডলের বড় হয়ে ওঠার পথে কোনও আঁচড় লাগতে দিতে চান না সংযুক্তা৷
advertisement
9/10
অভিষেক ও তাঁর স্ত্রী দুজনেই সাঁইবাবার ভক্ত৷ তাঁর বাণী ও আদর্শ এখনও জীবনে ধ্রুবতারার মতো বলেই মনে করেন সংযুক্তা৷
অভিষেক ও তাঁর স্ত্রী দুজনেই সাঁইবাবার ভক্ত৷ তাঁর বাণী ও আদর্শ এখনও জীবনে ধ্রুবতারার মতো বলেই মনে করেন সংযুক্তা৷
advertisement
10/10
অভিষেকের ফেসবুক পেজ এখনও নিয়মিত সক্রিয় রাখেন সংযুক্তা৷ সেখানে নেটিজেনদের মন্তব্য বুঝিয়ে দেয় প্রয়াত অভিনেতা আছেন তাঁদের হৃদমাঝারেই৷
অভিষেকের ফেসবুক পেজ এখনও নিয়মিত সক্রিয় রাখেন সংযুক্তা৷ সেখানে নেটিজেনদের মন্তব্য বুঝিয়ে দেয় প্রয়াত অভিনেতা আছেন তাঁদের হৃদমাঝারেই৷
advertisement
advertisement
advertisement