ভুটানের ক্যাবিনেট সচিব কেসাং ডেকি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আগামী ১৪ এপ্রিল থেকে ভুটানের ভারতীয় সীমান্ত লাগোয়া চার শহর সামচি, ফুন্টসোলিং, গেলেফু ও সামদ্রুপজংখায় পর্যটক ও ব্যবসায়ীরা প্রবেশ করলে চব্বিশ ঘন্টার জন্য মাথা পিছু ১২০০ টাকা সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি দিতে হবে না। এছাড়া ভুটানের ফুন্টসোলিং শহরের পেডেস্ট্রিয়ান টার্মিনাল দিয়ে ঢুকতে ও বের হতে আগে যেমন প্রতিবার মাথা পিছু কুড়ি টাকা গুনতে হত, এখন থেকে ওই নিয়ম পরিবর্তন করে শুধু মাত্র প্রবেশের সময়ই দশ টাকা দিতে হবে। বেরনোর সময় আর দশ টাকা সেখানে দিতে হবেনা।
advertisement
আরও পড়ুন: বড় ঘোষণা রাজ্যের! দুয়ারে সরকার-এ এবার মিলবে এই নতুন স্কিম! জানুন
আপাতত আগামী এক বছরের জন্য পরীক্ষামুলকভাবে এই নিয়ম লাগু থাকবে। এরপর পরিস্থিতির বিচারে সিদ্ধান্ত নেবে ভুটান প্রশাসন। ভুটানের এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরেই জয়গাঁর ব্যবসায়ী মহল ভুটানের রাজধানী থিম্পু ও আর এক গুরুত্বপূর্ণ বানিজ্য নগর পারোর ক্ষেত্রেও শিথিলতা দাবি করেছেন। সেক্ষেত্রে দূরত্বের বিচারে ওই সময়সীমা চব্বিশ ঘন্টার পরিবর্তে বাহাত্তর ঘন্টা করার কথা দাবি করা হয়েছে।
কোভিড পরিস্থিতির আগে ব্যবসায়ী ও পর্যটকদের জন্যে ভুটানের দরজা কোনও নিয়ম ছাড়াই খোলা ছিল সকলের জন্য। কিন্তু কোভিড পরবর্তী সময়ে দীর্ঘ আড়াই বছর ভুটানের গেট বন্ধ থাকার পর, যখন ফের দরজা খোলা হয়, তখনই ভুটান দেশের পক্ষ থেকে অর্থনৈতিক উন্নয়নের দাবি তুলে ভারতীয় ব্যবসায়ী ও পর্যটকদের উপর সে দেশে যাওয়া নিয়ে মাথাপিছু দৈনিক ১২০০ টাকা সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফি সহ বেশ কিছু বোঝা চাপিয়ে দেওয়া হয়। তাতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের।
জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আর এস গুপ্তা জানান, "গেট খোলার পর ভুটানের পক্ষ থেকে এটি প্রথম সদর্থক পদক্ষেপ।আমরা খুশি এই সিদ্ধান্তে। দূরত্বের বিচারে ভুটানের রাজধানী থিম্পুসহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহর গুলিতে যাতায়াত করার জন্য ভারতীয় ব্যবসায়ীদের কমপক্ষে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হোক।কারণ সীমান্ত শহরগুলিতে শুধু ব্যবসার কাজ হয় না।"
অনন্যা দে