মালদহ: এতদিন বিধবা ভাতা একটি নির্দিষ্ট সংখ্যক মহিলাদের দেওয়া হতো। এবার থেকে সেই নিয়ম তুলে দিল রাজ্য সরকার। সরকারি ভাতার জন্য আর অপেক্ষা করতে হবে না বিধবা মহিলাদের। আগামী ১ এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্পে নেওয়া হবে আবেদন। এতদিন জেলায় জেলায় নির্দিষ্ট সংখ্যাক মহিলারা এই সুবিধা পেতেন। সরকারিভাবে নির্দিষ্ট সংখ্যক মহিলাদের এই ভাতার সুবিধা দেওয়ায় অনেকেই বঞ্চিত হয়েছেন এতদিন। এবার থেকে এই নিয়মের ইতি। সমস্ত বিধবাদের জন্যই ভাতা প্রদান করবে রাজ্য সরকার।
আগামী ১ এপ্রিল থেকে দশ এপ্রিল পর্যন্ত মালদহ জেলায় শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবারের ক্যাম্পে অন্যান্য প্রকল্পের সঙ্গে নতুন সংযোজন বিধবা ভাতার আবেদন গ্রহণ। ইতিমধ্যে এই বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে।মালদহ জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের দুয়ারের সরকার ক্যাম্পে মোট ৩৩ টি প্রকল্পের সুবিধা পরিষেবা প্রদান করা হবে উপভোক্তাদের। এবার মোট চারটি নতুন প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্পে সংযোজন করা হয়েছে। সেগুলির মধ্যে রয়েছে বিধবা ভাতা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী ও কৃষি সেচাই যোজনা। রাজ্য সরকারের নতুন প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এই প্রকল্পের মাধ্যমে যে কোন বেকার যুবক-যুবতী ছোট মাঝারি ব্যবসার জন্য সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন।
আরও পড়ুন: ডিএ আন্দোলনের মঞ্চে প্রতিবাদের আড়ালে আসলে কী পরিকল্পনা? তুমুল শোরগোল বঙ্গে
রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে। মেধার শ্রী প্রকল্প ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপ। এছাড়াও কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয় কৃষি সেচাই যোজনার মাধ্যমে। এবারে দুয়ারে সরকার ক্যাম্পে এই সমস্ত নতুন প্রকল্পগুলির অন্তর্ভুক্ত করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।মালদহের জেলাশাসক নিতিন সিংঘানিয়া বলেন, এবারের দুয়ারে সরকার ক্যাম্পে নতুন চারটি প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।
আরও পড়ুন:
মালদহ জেলা জুড়ে প্রতিটি বুথ স্তরে দুয়ারে সরকার ক্যাম্প শিবির করা হবে। উপভোক্তারা যাতে সমস্ত রকম সুযোগ-সুবিধা পায় সে ব্যবস্থা করা হয়েছে।মালদা জেলা প্রশাসন সূত্র জানা গিয়েছে, এবারের দুয়ারে সরকার ক্যাম্প জেলার প্রতিটি বুথ স্তরে করা হচ্ছে। জেলায় মোট ৩৪০০ ক্যাম্প হবে। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান আবেদন গ্রহণ করা হবে। ১১ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র যাচাই করবেন প্রশাসনিক কর্তারা। তারপরে সমস্ত পরিষেবা প্রদান করা হবে সাধারণ মানুষকে।
হরষিত সিংহ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Duare Sarkar, Malda, TMC