ডুয়ার্সের চা বলয়ে লেপার্ডের হানার ঘটনা সামনে এসেছে। এই চা বলয় থেকে কয়েকটি লেপার্ডকে খাঁচাবন্দী করেছে বন দফতর। শুধুমাত্র আটিয়াবাড়ি চা বাগানে ৫ জন শ্রমিক লেপার্ডের হানায় জখম হয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী ডিমা, রাজাভাত চা বাগানে একাধিক শ্রমিক লেপার্ডের হানায় জখম হয়েছে।
আরও পড়ুন-সত্যিই কি অন্তঃসত্ত্বা? কবে মা হচ্ছেন ক্যাটরিনা? আসল সত্য ফাঁস হতেই তোলপাড়
advertisement
আরও পড়ুন- বিছানায় শয্যাশায়ী জিনাত আমন! ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত, এখন কেমন আছেন অভিনেত্রী?
লাগাতার লেপার্ডের হানায় আতঙ্কিত চা শ্রমিকরা বাগানে কাজ করতে ভয় পাচ্ছেন।সেজন্য বাগানে কাজ শুরু হওয়ার আগে বাজি পোড়ান শ্রমিকরা।পুরনো দিনে বাগানে যখন শ্রমিকরা কাজ করতেন তখন ঢাক,ঢোল পিটিয়ে বন্যজন্তুদের তাড়ানো হত। তারপর শ্রমিকরা বাগানে কাজ করা শুরু করতেন। বাগানের শ্রমিক পেমা পাইক জানান, ‘প্রায় প্রতিনিয়ত আমরা চা বাগানে লেপার্ড দেখি । কখনও চা বাগানের নালায় কখনও ঝোপে লেপার্ডের দেখা মেলে। আমরা ভয়ে ভয়ে বাগানে কাজ করি। যে কোনও সময় লেপার্ড এসে আক্রমণ চালাতে পারে।’
Annanya Dey