TRENDING:

Bangla Video: পর্যটক টানতে বড় সিদ্ধান্ত এই পুরসভার, থাকবে বোটিং-এর ব্যবস্থা

Last Updated:

Bangla Video: আলিপুরদুয়ার শহরের ঝিলগুলি সংস্কারের জন্য রাজ্য পরিবেশ দফতরের কাছে দ্রুত বরাদ্দ চেয়ে পুরসভার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: শহরের সাতটি ঝিল ও তার আশেপাশের এলাকা সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে আলিপুরদুয়ার পুরসভা। পর্যটকদের আকৃষ্ট করতেই পুরপ্রধানের উদ্যোগে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সংস্কারের পর শহরের ঝিলে করা হবে বোটিং-এর ব্যবস্থা।
advertisement

বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল, আলিপুরদুয়ার পুরসভার জলাশয়গুলো দখল করে অবৈধ নির্মাণ হচ্ছে। যদিও এই বিষয়ে পুরপ্রধান প্রসেনজিৎ কর জানান, কোনও জায়গায় ঝিল দখল হলে সেগুলো দখলমুক্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ঝিলগুলির সৌন্দর্যয়ন করা হবে। সেগুলির স্বচ্ছতা ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হতে চলেছে।

আরও পড়ুন: সকালে দোকানে কাজ করে রাত জেগে পড়া, উচ্চমাধ্যমিকে ৯০% পেয়ে চমক অনুজা’র

advertisement

আলিপুরদুয়ার শহরের ঝিলগুলি সংস্কারের জন্য রাজ্য পরিবেশ দফতরের কাছে দ্রুত বরাদ্দ চেয়ে পুরসভার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল। পরিবেশ দফতরের আধিকারিকরা এসে খতিয়ে দেখেছেন ঝিলের পরিস্থিতি। পুর এলাকার ঝিলগুলি কচুরিপানা ও জঙ্গলে ঢেকে গিয়েছে। আবার কোনও কোনও জলাশয় মাটি দিয়ে বুজিয়ে দিয়েছে দুষ্কৃতীরা।

অভিযোগ, পুরসভার ময়লা ফেলার স্থায়ী ভাগাড় না থাকায় কোনও কোনও ঝিলে আবর্জনাও ফেলা হচ্ছে। এর ফলে ঝিলগুলি দূষিত হওয়ার অভিযোগ উঠেছে।

advertisement

শহরের ১৮ নম্বর ওয়ার্ড সহ কয়েকটি ঝিলে শীতের মরশুমে পরিযায়ী পাখিরাও দলে দলে আসত। এখন আর তার দেখা মেলে না। সেজন্য স্থানীয় পরিবেশপ্রেমীরাও ১৮ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ১, ৮, ৯, ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে থাকা সাতটি বড় ঝিলের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছিল। অবশেষে তাতেই সিলমোহর পড়ল।

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

অনন্যা দে

advertisement

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Bangla Video: পর্যটক টানতে বড় সিদ্ধান্ত এই পুরসভার, থাকবে বোটিং-এর ব্যবস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল