Higher Secondary Result 2024: সকালে দোকানে কাজ করে রাত জেগে পড়া, উচ্চমাধ্যমিকে ৯০% পেয়ে চমক অনুজা'র

Last Updated:

Higher Secondary Result 2024: বাবা প্রয়াত হওয়ায় অনুজা মায়ের সঙ্গে মিলে দোকানে কাজ করে কোনওরকমে সংসার চালায়। এছাড়াও বাধ্য হয়ে অনেক সময় শ্রমিকের কাজও করতে হয়। ভয়াবহ অভাব সত্ত্বেও পড়াশোনা ছাড়েনি

+
অনুজা

অনুজা বিশ্বকর্মা

আলিপুরদুয়ার: বাবা নেই। সংসার চালাতে সকালে দোকানে কাজ করত। ফলে দিনের শেষে পড়াশোনার সময় যে খুব বেশি পেত তা নয়। এভাবেই পড়াশোনা করে উচ্চমাধ্যমিকে তাক লাগানো ফল করল কালচিনির অনুজা বিশ্বকর্মা। ৯৩% নম্বর নিয়ে সে এবার উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হয়েছে। তার এমন সাফল্য সাড়া ফেলে দিয়েছে গোটা চা বলয়ে।
বাবা প্রয়াত হওয়ায় অনুজা মায়ের সঙ্গে মিলে দোকানে কাজ করে কোনওরকমে সংসার চালায়। এছাড়াও বাধ্য হয়ে অনেক সময় শ্রমিকের কাজও করতে হয়। ভয়াবহ অভাব সত্ত্বেও পড়াশোনা ছাড়েনি সে। কালচিনির হিন্দি হাইস্কুলে লেখাপড়া চালিয়ে গিয়েছে। তা বলে ৯৩% নম্বর পাবে তা বোধহয় সকলেরই ভাবনার বাইরে ছিল। মেয়ের এই সাফল্যে খুশি মা রীতা বিশ্বকর্মা।
advertisement
advertisement
মেয়ের স্বপ্ন সফল করতে আরও পরিশ্রম করবেন বলে জানিয়েছেন রীতা। এত পরিশ্রম সত্ত্বেও এমন তাক লাগানো সাফল্য প্রসঙ্গে অনুজা বিশ্বকর্মা বলে, দুটো টিউশন নিয়েছিলাম। স্কুলের শিক্ষকরা সাহায্য করতেন। কোন‌ওদিন স্কুল ছুটি নিইনি। দোকানে কাজ করে টিউশনের টাকা জোগাড় করতাম। ভাল ফলাফল হবে আশা করেছিলাম।
advertisement
অনুজা পড়াশোনা করে ভবিষ্যতে অধ্যাপক হতে চায়। তিনি রাষ্ট্র বিজ্ঞান নিয়ে পড়াশুনো করবেন বলে ঠিক করেছেন। আমি প্রতিষ্ঠিত হলে আর আমার মাকে কষ্ট করতে হবে না। এক‌ইভাবে টিউশন করে কলেজের পড়ার খরচ ওঠাতে চান তিনি। পাশাপাশি সরকারি চাকরির পরীক্ষাগুলিতেও বসতে চান।
অনন্য দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Higher Secondary Result 2024: সকালে দোকানে কাজ করে রাত জেগে পড়া, উচ্চমাধ্যমিকে ৯০% পেয়ে চমক অনুজা'র
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement