জঙ্গলে হাতি,বাইসন,লেপার্ড-সহ বিভিন্ন বন্যজন্তু রয়েছে। তা সত্ত্বেও লক্ষ্য করা যাচ্ছে অনেকে প্রতিনিয়ত জঙ্গলে যাচ্ছে জ্বালানি কাঠ সংগ্ৰহ করতে।সংসারের মানুষদের মুখে অন্ন তুলে দেওয়ার সংগ্রাম প্রতিনিয়ত দেখছেন সকলে।
যদিও এই বিষয়ে বাসিন্দারা জানান,গ্যাসের দাম দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় ১২০০ টাকা দাম সিলিণ্ডারের।এত দাম দিয়ে আমাদের পক্ষে সিলিণ্ডার রিফিল করা সম্ভব নয়। তাই বাধ্য হয়েই আমাদের জঙ্গলে যেতে হচ্ছে। বুনো জন্তুর ভয় থাকলেও কাঠ সংগ্রহ করতে হচ্ছে।
advertisement
আরও পড়ুন: একের পর এক হামলা চালিয়েছে! অবশেষে পাতা ফাঁদে ধরা পড়ল হামলাকারী
বাসিন্দাদের আরও অভিযোগ রাজ্য সরকার ছাড় দিচ্ছে না এজন্য দাম কমছে না রান্নার গ্যাসের । যার চাপ এসে পড়েছে সাধারণ মানুষের ওপর৷ রান্না ছেড়ে দেওয়া সম্ভব নয়।তাই কাঠ সংগ্রহ করছেন এই মহিলারা।
রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনে নামবে বলে জানিয়েছে শাসক দলের নেতারা।কিন্তু তারপরে গ্যাসের দাম কমবে কি না? তা নিয়ে সন্দেহ প্রকাশ করছে জঙ্গল সংলগ্ন এলাকার মহিলারা।
Annanya Dey