Alipurduar News: একের পর এক হামলা চালিয়েছে! অবশেষে পাতা ফাঁদে ধরা পড়ল হামলাকারী
- Published by:Ankita Tripathi
Last Updated:
চা বাগান ঘুরে ঘুরে চলছিল একের পর এক হামলা।কিন্তু বারবার নাগালের বাইরে ছিল সে।এবারে বন দফতরের পাতা খাঁচায় বন্দী হল লেপার্ড।
আলিপুরদুয়ার: চা বাগান ঘুরে ঘুরে চলছিল একের পর এক হামলা।কিন্তু বারবার নাগালের বাইরে ছিল সে। এবারে বন দফতরের পাতা খাঁচায় বন্দী হল চিতাবাঘ।
কালচিনি ব্লকের মেচপাড়া চা বাগানে বনদফতরে পাতা খাঁচায় বৃহস্পতিবার সকালে একটি লেপার্ড খাঁচাবন্দী হয়। এই বিষয়ে উল্লেখ্য সম্প্রতি মেচপাড়া চা বাগানে লেপার্ডের হামলায় জখম হয়েছিলেন এক শ্রমিক।তার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
advertisement
এরপরেই ভাতখাওয়া চা বাগানে একের পর এক হামলা চলে।হামলাকারী লেপার্ডটিকে খুঁজতে উদ্যোগী হয় বন দফতর। পাতা হয় মেচপাড়া চা বাগানে খাঁচা। টোপ হিসেবে ব্যবহার করা হয় একটি ছাগলকে।
advertisement
বনদফতরের হ্যামিল্টণগঞ্জ রেঞ্জের পক্ষ থেকে মেচপাড়া চা বাগানে বসে খাঁচাটি। এদিন সকালে অবশেষে খাঁচাবন্দী হয় লেপার্ডটি। এদিন সকালে বাগানের শ্রমিকরা দেখতে পায় লেপার্ড খাঁচাবন্দী হয়েছে। পরবর্তীতে খবর দেওয়া হয় বনদফতরে। ঘটনাস্থলে বনকর্মীরা ও আধিকারিকরা পৌঁছে খাঁচাবন্দী লেপার্ডটি উদ্ধার করে।বর্তমানে রাজাভাতখাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে লেপার্ডটিকে।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 1:34 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: একের পর এক হামলা চালিয়েছে! অবশেষে পাতা ফাঁদে ধরা পড়ল হামলাকারী