Alipurduar News: লেপার্ডের হানায় জখম ৪! আতঙ্ক ছড়িয়েছে ভাতখাওয়া চা বাগানে
Last Updated:
পরপর লেপার্ডের হানায় আতঙ্ক ছড়িয়েছে ভাতখাওয়া চা বাগানে।প্রাণ সংশয় নিয়ে বাগানে কাজ করতে অনীহা রয়েছে শ্রমিকদের।
আলিপুরদুয়ার: পরপর লেপার্ডের হানায় আতঙ্ক ছড়িয়েছে ভাতখাওয়া চা বাগানে।প্রাণ সংশয় নিয়ে বাগানে কাজ করছেন শ্রমিকরা। ২ সপ্তাহ ধরে লেপার্ডের হানার ঘটনা ঘটছে বাগানে। চা বাগানে পাতা তোলার সময় লেপার্ডের আক্রমণে আহত হন ৩ শ্রমিক। এই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের লেপার্ডের আক্রমণে আহত হন অপর এক চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে ভাতখাওয়া চা বাগানে ।
এদিন বাগানের ১১ নং সেকশনে বাগানের মহিলা শ্রমিক তেজনি সাউ চা পাতা তুলছিলেন সে সময় আচমকা লেপার্ড এসে আক্রমণ করে । এই ঘটনায় তেজনি সাউ মারাত্মক ভাবে জখম হয়। অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে প্রথমে ভাতখাওয়া চা বাগান হাসপাতালে নিয়ে যায় এবং পরে তাকে লতাবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
এই ঘটনায় ভাতখাওয়া চা বাগান জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে । এক সপ্তাহের ব্যবধানে লেপার্ডের আক্রমণে ভাতখাওয়া চা বাগানে ৪ শ্রমিক জখম হওয়ায় চা বাগানের শ্রমিকরা ভাতখাওয়া চা বাগানে খাঁচা বসানোর দাবি জানিয়েছে।এই ঘটনার পর এদিন বিকেলে ভাতখাওয়া চা বাগানে বনকর্মীরা পরিদর্শনে গেলে চা শ্রমিকরা বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায়।বাগানের ম্যানেজার শ্রমিকদের অসুবিধার কথা শুনে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানিয়েছেন।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2023 7:00 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: লেপার্ডের হানায় জখম ৪! আতঙ্ক ছড়িয়েছে ভাতখাওয়া চা বাগানে