TRENDING:

Alipurduar: হল না শেষ রক্ষা! নেশার সামগ্রী পাচারের আগেই জয়গাঁ পুলিশের জালে তিন

Last Updated:

অবৈধ নেশার সামগ্রী সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল আলিপুরদুয়ারের জয়গাঁ থানার পুলিশ। জানা যায়,সোমবার পুলিশের কাছে গোপনসূত্রে খবর আসে প্রচুর নেশার সামগ্রী পাচার হচ্ছে বাসে করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : অবৈধ নেশার সামগ্রী সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করল আলিপুরদুয়ারের জয়গাঁ থানার পুলিশ। জানা যায়, সোমবার পুলিশের কাছে গোপনসূত্রে খবর আসে প্রচুর নেশার সামগ্রী পাচার হচ্ছে বাসে করে। সেই সূত্র ধরে শুরু হয় নাকা চেকিং। জয়গাঁ জিএসটি মোড়ে সন্দেহভাজন একটি বাস দেখে দাঁড় করায় পুলিশ। তল্লাশি চালাতেই মেলে নেশাজাতীয় সামগ্রীর হদিশ। এরপর বাসটিকে নিয়ে আসা হয় জয়গাঁ থানায়। গ্রেফতার করা হয় রাকেশ রায়,মনোজ থাপা ও হেম থাপাকে। এরা বাসটির চালক, খালাসি এবং কনডাক্টর। দুই বস্তা নেশাজাতীয় সামগ্রী খোলার পর দেখা যায় মোট ১৪ হাজার ৪০০ ট্যাবলেট ও ১৯৯ টি কাফসিরাপের বোতল রয়েছে সেখানে। ধৃতদের এদিনই আদালতে তোলা হয়।
advertisement

 

 

সম্প্রতি জয়গাঁ থানার পুলিশের অভিযানে নেশা জাতীয় সিরাফের বোতল সহ গ্রেফতার হয়েছে এক ব্যক্তি। গত বুধবার রাতে জয়গাঁর ত্রিবেণী টোল এলাকায় অভিযান চলে পুলিশের। সেখানেই পুলিশ নেশাজাতীয় সিরাফ সহ গ্রেফতার করে রোশন লামাকে। তার থেকে ১০৪৬ বোতল নেশার সিরাপ উদ্ধার হয়েছে। জানা যায় ত্রিবেণী টোলের একটি বাড়িতে ভাড়া থাকতেন রোশন লামা। এই বাড়ির থেকেই নেশাজাতীয় সিরাফের কারবার চালাতেন তিনি। এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কি না তার খোঁজ চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে আদালতে তোলা হয়। তাকে জিঞ্জাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ কোচিং দিতে কালচিনিতে শুরু হল 'পুলিশ বন্ধু'-র পথ চলা

 

 

ডুয়ার্স জুড়ে চলছে নেশাজাতীয় দ্রব্যের কালো কারবার। চলতি মাসের প্রথমেই প্রচুর পরিমাণে অবৈধ মদ সহ বিহারের চারজন যুবককে গ্ৰেফতার করল মাদারিহাট থানার পুলিশ। গোপন সুত্রে খবরের ভিত্তিতে অগাস্ট মাসের প্রথমে মাদারিহাট এশিয়ান হাইওয়েতে একটি ছোটো গাড়িকে আটক করে পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ি থেকে প্রচুর অবৈধ মদ উদ্ধার হয়। সেই গাড়িতে থাকা চারজন বিহারের যুবককে গ্ৰেফতার করে পুলিশ। অভিযুক্তকে আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। গাড়িটি আটক করে পুলিশ। এদিকে গত মে মাসে মাদারিহাট সংলগ্ন বীরপাড়াতে অ‍্যাম্বুলেন্স করে মদ পাচারের সময় গ্রেফতার করা হয় একজনকে।

advertisement

আরও পড়ুনঃ নেই সেতু! অগত্যা ঝুঁকি নিয়েই জয়ন্তী নদী পারাপার!

 

 

আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের এলাকায় আ্যম্বুল‍্যান্স থেকে প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি মদ উদ্ধার হয়। গ্রেফতার হয় আ্যম্বুল‍্যান্স চালক‌। রাতের অন্ধকারের সুযোগকে কাজে লাগিয়ে মদ পাচারের কথা ছিল। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া এলাকায় গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বীরপাড়া থানার পুলিশ একটি অ‍্যাম্বুল‍্যান্স আটক করে। সেই অ‍্যাম্বুলেন্স থেকে ৫০ টি কার্টুন অবৈধ বিদেশি মদ উদ্ধার হয়। চালক জিতেন ডোমকে পুলিশ গ্রেফতার করে। মাদারিহাট-বীরপাড়া এলাকায় অবৈধ মদের কারবার রমরমা হয়ে উঠেছে।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
ধ্বংসলীলার পর প্রকৃতির উপহার, ভরছে ঝুলি! উত্তরের মৎস্যজীবীরা যেন চাঁদ পেলেন হাতে
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: হল না শেষ রক্ষা! নেশার সামগ্রী পাচারের আগেই জয়গাঁ পুলিশের জালে তিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল