প্রায় আধ ঘণ্টা বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়। এই বিষয়ে এলাকার বাসিন্দা বর্ষা ঘোষ জানান হাসিমারা এলাকার রেশন ডিলার অশোক অগরওয়াল তাদের দুয়ারে রেশন পরিষেবা থেকে বঞ্চিত করছে।এমনকি অনেক গ্ৰাহকের রেশন বকেয়া আছে। অভিযোগ রেশন দোকানে দু'বার থেকে তিন বার যাওয়ার পরেও অনেক সময় রেশন মেলেনা।
advertisement
আরও পড়ুন: নতুন তৈরি রাস্তায় দেখা দিয়েছে ভাঙন! ক্ষুদ্ধ এলাকাবাসি
আরও পড়ুন: ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বনদফতরের কর্মীরা
অভিযোগ রেশন ডিলার রেশনের আটা ও চালের পরিবর্তে গ্ৰাহকদের নগদ অর্থ দেয়। এছাড়া বর্তমানে সে এক কিমি দূরে অন্যত্র রেশন দোকন খুলেছে গ্ৰাহকদের না জানিয়ে। বাসিন্দারা জানান বর্তমানে কুড়ি থেকে ত্রিশ টাকা গাড়ি ভাড়া খরচ করে রেশন আনতে হয় । এই সমস্ত কারণে বাসিন্দারা এদিন বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে রেশন ডিলার অশোক অগরওয়াল আসলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা ।
Annanya Dey