TRENDING:

Alipurduar News: নতুন তৈরি রাস্তায় দেখা দিয়েছে ভাঙন! ক্ষুদ্ধ এলাকাবাসি

Last Updated:

গত ২৯ বছরে প্রথমবার তৈরি রাস্তায় নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীদের। ঘটনাটি কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের বিবেকনগর এলাকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: গত ২৯ বছরে প্রথমবার তৈরি রাস্তায় নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীদের। ঘটনাটি কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের বিবেকনগর এলাকার। এলাকার বাসিন্দারা জানান, '১৯৯২ এর বন্যায় পর ১৯৯৪ সালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে এই বিবেকনগর গ্রামের জন্ম।তারপর থেকে কেটে গিয়েছে ২৯ বছর, তবুও তৈরি হয়নি এলাকার একটি কলোনির রাস্তা। সম্প্রতি সেখানে গ্রাম পঞ্চায়েতের তরফে রাস্তার কাজ হয়েছে, কিন্তু সেটা নিম্ন মানের বলে অভিযোগ এলাকাবাসীর।
advertisement

তাদের আরও অভিযোগ, '৩ লক্ষ ২৯ হাজার টাকা বরাদ্দে পিভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। কাজ শেষ হয়েছে মাত্র সপ্তাহখানেক আগে, আর এখনই রাস্তা ভাঙতে শুরু করে দিয়েছে। এছাড়া সিডিউল অনুযায়ী ১১০ মিটার রাস্তা তৈরির কথা থাকলেও,  ৯০ মিটার রাস্তা তৈরি হয়েছে। এছাড়া রাস্তা তৈরির পর যে বোর্ড লাগানো রয়েছে, তাও অস্পষ্ট।

advertisement

আরও পড়ুন- বৃষ্টি হলেই ক্রেতারা এড়িয়ে চলে বারবিশা বাজারের পথ, ক্ষতি হয় ব্যবসার

সেখানে লেখা রয়েছে এলাকার বাসিন্দা প্রদীপের বাড়ি পাশ থেকে কাজ শুরু হবে, তবে সেটা কোন প্রদীপ তার পদবী লেখা নেই, এলাকায় অনেক প্রদীপই রয়েছে।এছাড়া কাজটা কোথায় শেষ হবে তাও লেখা নেই। এ কারণে এই কলোনির অর্ধেক জায়গায় রাস্তা তৈরির কাজ বাকি থেকে গিয়েছে। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী' এই নিয়ে বুধবার এলাকার বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিস কার্যালয়েও অভিযোগ করেন।

advertisement

View More

আরও পড়ুন- হাতির হানায় ভুট্টা ক্ষেতের ক্ষতি! বন দফতরের বিরুদ্ধে জমছে ক্ষোভ

এ বিষয়ে এলাকাবাসীদের তরফে আরও জানা যায়, এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি, এর আগেই সম্প্রতি ১৯ টনের ট্রাক গিয়েছে এর ওপর দিয়ে, এজন্য রাস্তা খানিকটা ভেঙে গিয়েছে।'

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: নতুন তৈরি রাস্তায় দেখা দিয়েছে ভাঙন! ক্ষুদ্ধ এলাকাবাসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল