তাদের আরও অভিযোগ, '৩ লক্ষ ২৯ হাজার টাকা বরাদ্দে পিভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে। কাজ শেষ হয়েছে মাত্র সপ্তাহখানেক আগে, আর এখনই রাস্তা ভাঙতে শুরু করে দিয়েছে। এছাড়া সিডিউল অনুযায়ী ১১০ মিটার রাস্তা তৈরির কথা থাকলেও, ৯০ মিটার রাস্তা তৈরি হয়েছে। এছাড়া রাস্তা তৈরির পর যে বোর্ড লাগানো রয়েছে, তাও অস্পষ্ট।
advertisement
আরও পড়ুন- বৃষ্টি হলেই ক্রেতারা এড়িয়ে চলে বারবিশা বাজারের পথ, ক্ষতি হয় ব্যবসার
সেখানে লেখা রয়েছে এলাকার বাসিন্দা প্রদীপের বাড়ি পাশ থেকে কাজ শুরু হবে, তবে সেটা কোন প্রদীপ তার পদবী লেখা নেই, এলাকায় অনেক প্রদীপই রয়েছে।এছাড়া কাজটা কোথায় শেষ হবে তাও লেখা নেই। এ কারণে এই কলোনির অর্ধেক জায়গায় রাস্তা তৈরির কাজ বাকি থেকে গিয়েছে। ফলে ক্ষুব্ধ এলাকাবাসী' এই নিয়ে বুধবার এলাকার বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিস কার্যালয়েও অভিযোগ করেন।
আরও পড়ুন- হাতির হানায় ভুট্টা ক্ষেতের ক্ষতি! বন দফতরের বিরুদ্ধে জমছে ক্ষোভ
এ বিষয়ে এলাকাবাসীদের তরফে আরও জানা যায়, এখনও কাজ পুরোপুরি শেষ হয়নি, এর আগেই সম্প্রতি ১৯ টনের ট্রাক গিয়েছে এর ওপর দিয়ে, এজন্য রাস্তা খানিকটা ভেঙে গিয়েছে।'
Annanya Dey