Alipurduar News: বৃষ্টি হলেই ক্রেতারা এড়িয়ে চলে বারবিশা বাজারের পথ, ক্ষতি হয় ব্যবসার

Last Updated:

একটু বৃষ্টিতেই জল জমে যায়, কাদায় ভর্তি হয়ে যায় রাস্তা। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে বাজারে প্রবেশ করাই দুঃসাধ্য হয়ে ওঠে।

+
title=

আলিপুরদুয়ার: সামান্য বৃষ্টিতেই বাজারে প্রবেশের রাস্তায় জমে যায় জল। বর্ষাকাল এটাই পরিচিত ছবি বারবিশা বাজারের। এতে প্রবল দুর্ভোগ পোহাতে হয় এলাকার মানুষকে। তাঁরা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে রাস্তা সরানোর দাবি তুলছেন। এখন প্রশ্ন হল পঞ্চায়েত নির্বাচনের আগে আদৌ ফিরবে কি বারবিশা বাজারের রাস্তার হাল?
আলিপুরদুয়ার জেলা পরিষদের অন্তর্গত বারবিশা বাজারে যাওয়ার রাস্তা। একটু বৃষ্টিতেই জল জমে যায়, কাদায় ভর্তি হয়ে যায় রাস্তা। পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছয় যে বাজারে প্রবেশ করাই দুঃসাধ্য হয়ে ওঠে। এতে ক্রেতা থেকে শুরু করে বাজারের ব্যবসায়ী সকলেই ক্ষুব্ধ।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, বাজারের নিকাশি নালা দীর্ঘদিন পরিষ্কার করা হয় না। তাই অল্প বৃষ্টিতেই রাস্তায় জল জমে যায়। রাস্তায় জল জমলে ক্রেতারা বাজারে ঢুকতে চান না, তাতে ব্যবসার ক্ষতি হয়। তাঁরা চান, জেলা পরিষদ দ্রুত উদ্যোগ নিয়ে এই বাজারের নিকাশি নালা সংস্কার করুক। পাশাপাশি বাজারে প্রবেশের রাস্তাটি দ্রুত পাকা করার দাবি তোলা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত হারে খাজনা দেওয়ার পর‌ও জেলা পরিষদের কাছ থেকে কোনও পরিষেবা মিলছে না। প্রসঙ্গত উল্লেখ্য, এই এলাকাটি আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাসের নিজের নির্বাচনী এলাকার মধ্যে পড়ে। এই প্রসঙ্গে সভাধিপতি বলেন, রাস্তার টেন্ডার প্রক্রিয়া চলছে, দ্রুত কাজ হবে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বৃষ্টি হলেই ক্রেতারা এড়িয়ে চলে বারবিশা বাজারের পথ, ক্ষতি হয় ব্যবসার
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement