আলিপুরদুয়ারে এই প্রথম। এবারে ধীরে ধীরে বিভিন্ন স্থান সিসি লাইন খোলার উদ্যোগ গ্রহণ করবে রাজ্য সরকার। উল্লেখ্য গত ৭ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে এসেছিলেন। সে সময় তিনি কোদালবস্তি পরিদর্শনে এসেছিলেন। তখন কোদালবস্তি এলাকার বাসিন্দারা মুখ্যমন্ত্রী কাছে আবেদন করেছিল সিসি লাইন পর্যটকদের জন্য খুলে দেওয়ার জন্য। কারণ অনেক পর্যটক কোর এরিয়া থেকে বন্যপ্রাণের দর্শন করতে চান। সে সময় মুখ্যমন্ত্রী গ্ৰামবাসীদের বলেছিলেন সিসি লাইন শীঘ্রই খুলে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: মনে শোক নিয়েই রেলের অনুষ্ঠানে মোদি, বাংলা-সহ গোটা দেশের জন্য বিরাট ঘোষণা
আরও পড়ুন: দারুণ খবর, ২০২৩-এই সেবক-রংপো রুটে চালু হতে পারে রেলপথ
এদিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে কোদালবস্তি সি সি লাইন খুলে যায়।এদিন বনমন্ত্রী জানান জঙ্গল নিয়ে বেশ কিছু পরিকল্পনা আছে পরবর্তীতে। পর্যটকদের আকর্ষণ করতে জঙ্গল ও জঙ্গল সংলগ্ন যে কটেজ গুলো আছে সেগুলো সংখ্যা বাড়ানো হবে। এছাড়া নতুন নতুন কটেজ খোলা হবে । এছাড়া জঙ্গল সংলগ্ন এলাকায় মোবাইল টাওয়ার বসানো হবে।পুরো রাজ্য জুড়ে এই টাওয়ার বসানো হবে। সিসি লাইন খোলার ফলে গ্রামবাসীদের অর্থনীতিতে উন্নতি হবে। হোম স্টে, কটেজ চালিয়ে তাঁরা অর্থ উপার্জন করতে পারবে।
অনন্যা দে