এলাকার বাসিন্দারা আরও জানান, শীঘ্রই ভাঙ্গন রোধে ব্যবস্থা না গ্রহণ করা হলে আরও অনেক কৃষি জমি, বাঁশ বাগান নদী গর্ভে চলে যাবে।ইতিমধ্যে এলাকার দুই বাসিন্দার সাড়ে চার বিঘা কৃষিজমি কেড়ে নিয়েছে ডডিয়া নদী।বাঁশ বাগান চলে যাচ্ছে এক এক করে।
আরও পড়ুন:
এলাকার যে পরিমাণ বৃষ্টি চলছে তাতে আরও বাঁশবাগান ডডিয়া নদীতে তলিয়ে যাওয়ার মুখে।বিষয়টি আলিপুরদুয়ার এক ব্লক অফিসে জানিয়েছেন তারা। ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে,বৃষ্টি কম হলেই এলাকার পরিদর্শন করা হবে।ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে।টেন্ডার তৈরি করা হবে বাঁধের।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
August 23, 2023 11:31 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ডডিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত উত্তর জিৎপুর এলাকা! আতঙ্কে ঘর বাড়ি ছাড়ছেন স্থানীয়রা