উত্তর-পূর্ব সীমান্তে রেল সূত্রে জানা যায়, বাইসনটি রেল লাইনের বাইরে পড়ায়, বেশিক্ষণ ট্রেনটি দাঁড়ায়নি। কিছুক্ষণের মধ্যেই সেটি গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পরে। এদিকে ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনায় সরব পরিবেশপ্রেমীরা। বন্যপ্রাণী রক্ষা করতে রেল দফতরকে আরও সচেতন এবং উন্নত কিছু উদ্যোগ নেওয়ার দাবি করেছেন পরিবেশ প্রেমীরা।
আরও পড়ুন: ১০ টাকার চিপসের প্যাকেটে কতটা চিপস থাকে? জানলে হতবাক হবেন আপনি!
advertisement
আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন
এই বিষয়ে পরিবেশপ্রেমীরা বলেন, 'এমনিতে এই এলাকায় বন্যপ্রাণ বিপন্ন । তার উপর যদি এই ট্রেনের ধাক্কায় ডুয়ার্স রুটে বন্যপ্রাণীদের মৃত্যু হয় তাহলে পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকর।' পরিপ্রেমী সঞ্চয়ন ঘোষ জানান, রেল লাইনে বন্যপ্রাণী থাকলে যাতে ট্রেনের চালকের কাছে এলার্ট যায় এমন ব্যবস্থা এই ডুয়ার্স রুটে করা উচিৎ। নইলে এভাবে একে একে হারাতে থাকবে বন্যপ্রাণ।
অনন্যা দে