SSC group D Scam: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন
- Published by:Raima Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC group D Scam: নির্দেশের ফলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা আংশিকভাবে খুশি, কারণ তাঁরা চাইছেন 'ওয়েটিং লিস্ট' চাকরিপ্রার্থীদের নিয়োগ হোক।
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি-তে সদ্য চাকরি হারিয়েছেন ১৯১১ জনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার মুহূর্তের মধ্যে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তি দিয়ে এই ১৯১১ জনের চাকরি বাতিলের কথা জানানোর জন্য এসএসসি-কে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই থেকে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্য থেকে চাকরি দেওয়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশের ফলে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা আংশিকভাবে খুশি, কারণ তাঁরা চাইছেন 'ওয়েটিং লিস্ট' চাকরিপ্রার্থীদের নিয়োগ হোক। এই রায়ের পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ওপর তাঁদের ভরসা আরও বেড়েছে বলে জানিয়েছেন তাঁরা।
সেই 'ওয়েটিং লিস্ট' এবার প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ১৪৪৪ জনের নাম-সহ তালিকা গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট প্রকাশ করেছে এসএসসি। কবে কাউন্সেলিং হবে তা দ্রুত জানানো হবে বলে জানানো হয়েছে এসএসসির তরফে। এর মধ্যে যদি কারও ওএমআর শিট টেম্পারিংয়ের ঘটনা ঘটে তাহলে হাইকোর্টের নির্দেশ মতোই পদক্ষেপ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।
advertisement
advertisement
আরও পড়ুন: স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ বহু পুরুষ, প্রতিবাদে রাস্তায় নেমেও হচ্ছে না লাভ! শোরগোল শহরে
এসএসসি-র পক্ষ থেকে হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হয়, এসএসসি গ্রুপ ডি-তে মোট ২৮২৩ জনের নম্বর বাড়িয়ে চাকরির সুপারিশ করা হয়েছিল৷ তার মধ্যে ১৯১১ জন এখনও চাকরি করছেন৷ সেই ১৯১১ জনেরই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেই জায়গায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা চাকরির সুযোগ পাবেন। কবে হবে কাউন্সেলিং তা বিজ্ঞপ্তি দিয়েই জানাবে কমিশন।
advertisement
আরও পড়ুন: সরকারি চাকরি গেল, কিস্তিতে ফেরাতে হবে বেতন! ১৯১১ জনকে হেফাজতে নেবে সিবিআই, নির্দেশ হাইকোর্টের
বিচারপতির কড়া নির্দেশ, এই ১৯১১ জন নির্দেশের পর থেকেই তাঁদের কর্মস্থল অর্থাৎ সংশ্লিষ্ট স্কুলগুলিতে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও কিছু স্পর্শও করতে পারবেন না৷ তাঁদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ পাশাপাশি যে বেতনের টাকা তাঁরা এতদিন পেয়েছেন, সেই টাকাও কিস্তিতে মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ এই ১৯১১ জন ভবিষ্যতে আদালতের অনুমতি ছাড়া কোনও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 10:27 AM IST