Kolkata News: স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ বহু পুরুষ, প্রতিবাদে রাস্তায় নেমেও হচ্ছে না লাভ! শোরগোল শহরে

Last Updated:

Kolkata News: অভিযোগ, ৪৯৮ ও ৪৯৮(এ), দু'টি ধারার অপব্যবহার করছেন বেশ কিছু মহিলা।

স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ অভিযোগকারীরা।
স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ অভিযোগকারীরা।
কলকাতা:   স্ত্রীয়ের অত্যাচারে অতিষ্ঠ স্বামীরা। অত্যাচারিত স্বামী থেকে শ্বশুর, ভয়ে সন্ত্রস্ত সবাই। অত্যাচার থেকে মুক্তি পাচ্ছেন না বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ। তাঁদের দাবি, আইনের হাত সমান হোক মহিলা ও পুরুষদের জন্য।
বেহালার বিশ্বনাথ ধর, ২০১৬ নাগাদ পাত্র-পাত্রী বিজ্ঞাপন দেখে বিয়ে করেছিলেন। অভিযোগ, বিয়ের রাত থেকেই নানা ধরনের সমস্যা অনুভব করতে থাকেন বিশ্বনাথ। তাঁর দাবি, প্রথম রাতেই তাঁর স্ত্রী জানিয়ে দিয়েছিল তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতে পারবেন না। সেই থেকেই গন্ডগোলের সূত্রপাত। শেষ অবধি থানা, আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি। এখন বিশ্বনাথকে প্রতি মাসে খোরপোষ বাবদ ১৩০০০ টাকা করে দিতে হচ্ছে স্ত্রীকে।
advertisement
আরও পড়ুন: কখনও ঠান্ডা ভাব, কখনও ভ্যাপসা গরম! আবহাওয়ার ভয়ঙ্কর খেলা শুরু, বিরাট আপডেট
একই অবস্থায় রয়েছেন দমদমের সন্দীপন চট্টোপাধ্যায়ও। পেশায় তিনি বিজ্ঞানী। ২০১৬ সালে তাঁর বিয়ে হয় কলেজ শিক্ষিকার সঙ্গে। বিয়ের পর থেকেই স্ত্রীর দাবি ছিল, তাঁকে ঘরজামাই থাকতে হবে। সন্দীপনবাবু নিজের বাবা-মাকে ছেড়ে যেতে রাজি হননি। যার ফলে মাত্র ১১ মাসের বৈবাহিক জীবন ওখানেই থমকে যায়। ২০১৭ সালে একটি সন্তান হয় তাঁদের। সন্তান স্ত্রীর কাছেই রয়েছে। যদিও ছেলের সমস্ত খরচ-খরচা দিতে হয় সন্দীপনবাবুকে। স্ত্রী তাঁর বাড়িতে আর ফেরেননি।
advertisement
advertisement
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
মণীন্দ্র চন্দ্র ঘোষ, ৮০ বছর বয়স, হরিদেবপুরে থাকেন। তিনি পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত কর্মী। স্ত্রী মারা গিয়েছেন। ছেলে ও বউমার চাপ, বাড়ি, টাকা-পয়সা, সম্পত্তি, সমস্ত কিছু তাঁদের নামে লিখে দিতে হবে। তাঁর অভিযোগ, করোনার সময় হাসপাতালে ভর্তি করে তাঁর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছিল ছেলে। হাসপাতাল থেকে বাড়িতে ফিরে তিনি দেখেন, তাঁর ব্যাঙ্কের টাকা-পয়সা থেকে আরম্ভ করে সব তুলে নিয়েছে ছেলে-বউমা। মণীন্দ্রবাবুর দাবি, তিনি সেই টাকা ফেরত চেয়েছিলেন এবং ছেলে বউমার কথা মতো বাড়ি লিখে দেবেন না বলাতে, বউমা তাঁর বিরুদ্ধে দুটি বধূ নির্যাতনের মামলা করেছে।
advertisement
যার ফলে, এই বৃদ্ধকে দু'বার আদালতে গিয়ে জামিন নিতে হয়েছে। শুধু এঁরাই নন, এমন উদাহরণ রয়েছে ভুরি ভুরি। এদের প্রত্যেকের দাবি, আইন যে রকম মহিলাদের জন্য বলবৎ হয়, ঠিক তেমনই পুরুষদের কথাও গুরুত্ব সহকারে শোনা হোক। তাতে ব্যবস্থাও নেওয়া হোক। অভিযোগ, ৪৯৮ ও ৪৯৮(এ), দু'টি ধারার অপব্যবহার করছেন বেশ কিছু মহিলা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ বহু পুরুষ, প্রতিবাদে রাস্তায় নেমেও হচ্ছে না লাভ! শোরগোল শহরে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement