Mamata Banerjee: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা

Last Updated:

Mamata Banerjee: পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দিলেন বীরভূম সংগঠনের রাশ এবার তাঁর হাতেই থাকছে।

বোলপুর: গরু পাচার মামলায় হেফাজতে রয়েছেন অভিযুক্ত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সামনেই পঞ্চায়েত ভোট। এদিন বীরভূমে পা রেখে অনুব্রতর অনুপস্থিতি কী ভাবে মিটবে জেলায় তা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'বীরভূম আমি দেখব।' পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বুঝিয়ে দিলেন বীরভূম সংগঠনের রাশ এবার তাঁর হাতেই থাকছে।
বুধবার বোলপুরে এসেই বীরভূমের সংসদ বিধায়ক এবং ব্লকের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই কোর কমিটির সদস্যদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সবাইকে একজোট হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বোলপুরের ডাক বাংলো মাঠ থেকে কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। বলেন, "অনেককে ভয় দেখানো হয়েছে এজেন্সি দিয়ে। আমি বলছি কিছু হবে না। চ্যালেঞ্জ নিলাম বীরভূম আমি নিজে দেখব।"
advertisement
আরও পড়ুন: হঠাৎ করে সোনাঝুরির চায়ের দোকানে মুখ্যমন্ত্রী, চা বানিয়ে খাওয়ালেন সকলকে! দেখুন
তবে শুধু বীরভূমের সংগঠনের রাশ নিজের হাতে নেওয়াই নয়, ছ'মাস অন্তর অন্তর তিনি যে বীরভূমে এসে রিভিউ করবেন এদিন তা-ও স্পষ্ট করে দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "ছয় মাস পর পর বীরভূম আসব আমি। আবার রিভিউ করতে আসব। আমি বিশ্বাস করি মা যখন ডাকবে তখনই আমি আসি।" পাশাপাশি নাম না করে অনুব্রত মণ্ডল প্রসঙ্গেও এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "সবাই জেলবন্দি হয়ে থাকবে আর উনি ডুগডুগি বাজাবেন।"
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় পুরো নম্বর তোলার উপায় দিলেন শিক্ষক, দেখুন
অনুব্রতহীন বীরভূমে নয়া যে কোর কমিটি করা হয়েছে সেখানে অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখকেও জায়গা দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের রাশ নেওয়ায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের কর্মী-সংগঠকরা নতুন করে যে উজ্জীবিত হল তাতে কোনও সন্দেহ নেই। রাজনৈতিক মহলের একাংশের মতে, গত বিধানসভা নির্বাচনে বীরভূমের একাধিক আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাই বর্তমানে বীরভূম তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। পঞ্চায়েত নির্বাচনের আগে বীরভূমের সংগঠনকে চাঙ্গা করতেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই সংগঠনের দায়িত্ব নিয়ে নিলেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement