তবু নিজেদের মতো করে আজও মানুষকে আনন্দ দিতে সার্কাস টেনে নিয়ে যাচ্ছে টিম পপুলার৷ যার মুখ্য চরিত্রে আজও সেই জোকারের দল৷ এবার তাঁদের দেখা মিলল জটেশ্বর শিবরাত্রির মেলায়৷ শিবরাত্রি উপলক্ষে সার্কাসের আসর বসেছে ফালাকাটা ব্লকের জটেশ্বরে। সেখানকার গরুহাটি ময়দানে তাবু খাটিয়ে চলছে সার্কাসের এই আসর৷ প্রায় ১৫দিন ধরে সেখানেই দর্শকদের মনোরঞ্জনে ব্যস্ত থাকবেন শিল্পীরা। জিমন্যাস্টদের এনে নিত্যনতুন খেলা দেখাচ্ছে সার্কাস দলটি। দুধের স্বাদ ঘোলে মেটাতে দর্শকরা দেখছেন সার্কাস দলের খেলাগুলি। জোকারদের মজার কীর্তি দেখতে বড়দের হাত ধরে আসছে ছোটরাও।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানে কন্ট্রোল রুম, জেলাভিত্তিক নম্বরগুলি জানুন
আরও পড়ুন: শিশু ৬ বছর বয়সের বেশি না হলে প্রথম শ্রেণিতে ভর্তি নয়, কেন্দ্রের নতুন নির্দেশ
এ বিষয়ে পপুলার সার্কাস কোম্পানির ম্যানেজার তপন রায় বলেন, "সার্কাসের শো থেকে যেটুকু আয় হয়, তা দিয়েই কোনও মতে সংসার চলে। এই পেশার সঙ্গে বহু বছর জড়িত৷ প্রতিনয়ত লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে ৷ সরকার যদি একটু আমাদের কথা চিন্তা করত, তাহলে উপকার হত সকলের৷"
অনন্যা দে