গোপন সূত্রে খবরের ভিত্তিতে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের পানা রেঞ্জ ও দমনপুর রেঞ্জের বনকর্মীরা বৃহস্পতিবার কালচিনি রেল স্টেশনে অভিযান চালায়। আপ বামনহাট ইন্টারসিটি ট্রেনে কাঠ পাচার হচ্ছিল।ট্রেন পল্যাটফর্মে দাঁড়াতেই তল্লাশি শুরু করে বনকর্মীরা। প্রতিটি কামরায় চলে অভিযান। কাঠ উদ্ধারের পাশাপাশি নন্দু নাগ নামের এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।সে আলিপুরদুয়ারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন- গরম মোমো কামড় বসাতেই অমৃতের স্বাদ, সুরজের পনির মোমোয় মজেছে হ্যামিল্টনগঞ্জ
আরও পড়ুন- তুমুল ঝড়বৃষ্টিতে বাজ পড়ে ঘরে আগুন! তবে প্রাণে বাঁচলেন বাড়ির মালিক, চমকে ওঠা কারণ
জঙ্গল থেকে কাঠ কেটে তা পাচারের ঘটনা ঘটছিল কালচিনি এলাকায়।তবে ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা বিরল ঘটনা বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 8:57 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ট্রেনে করে কাঠ পাচারের চেষ্টা ভেস্তে দিল বনদফতরের কর্মীরা