Alipurduar News: তুমুল ঝড়বৃষ্টিতে বাজ পড়ে ঘরে আগুন! তবে প্রাণে বাঁচলেন বাড়ির মালিক, চমকে ওঠা কারণ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Alipurduar News: রাখে হরি, মারে কে। এখানে কাজ করতে করতেই প্রাণ বাঁচল তপনের। অদ্ভুত এক ঘটনা।
আলিপুরদুয়ার: ওভারটাইমেই প্রাণে বাঁচলেন তপন বর্মণ। বজ্রপাতে পুড়ে ছাই হল তাঁর বাড়ি। আলিপুরদুয়ারের রাঙ্গালিবাজনার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বুধবার রাতে।
রাঙালিবাজনা গ্রামপঞ্চায়েত এলাকার মধ্য রাঙ্গালিবাজনা গ্রামে বজ্রপাতে তপন বর্মণের বাড়ি পুড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম তপন বর্মণ। তিনি পেশায় রাজমিস্ত্রী। বুধবার এলাকায় একটি বাড়ি তৈরির কাজ করছিলেন তিনি। বৃষ্টি আসতে দেখে বেশি করে কাজ করে রাখছিলেন। আর তাতেই রক্ষা পেল তাঁর প্রাণ।
advertisement
advertisement
আরও পড়ুন: চা বাগানের পথে ভয়ঙ্কর নির্যাতন, ৮ মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী!
এদিন সন্ধ্যারাতে প্রচন্ড শব্দে বজ্রপাত হয় এলাকায়। তপন বর্মণের বাড়িতে বাজ পড়ে। আগুন লেগে যায় বাড়িতে। এলাকার বাসিন্দারা আগুন নেভাতে হাত লাগান। তবে শেষ রক্ষা হয়নি। বাড়ির পরিবারের সদস্যরাও পাশের বাড়িতে থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা খাদ্য কর্মাধ্যক্ষ সাজিদ আলম। তিনি প্রশাসনের তরফে ওই ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 11:37 AM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: তুমুল ঝড়বৃষ্টিতে বাজ পড়ে ঘরে আগুন! তবে প্রাণে বাঁচলেন বাড়ির মালিক, চমকে ওঠা কারণ