দুর্গা ওরাঁও এবং জিড়া ওরাঁও দুজনেই চা বাগানের শ্রমিক।তাদের মেয়ে প্রেমা ওরাঁও।সে জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। তার বর্তমান বয়স ২৩ বছর।জানা যায়,দশ বছর আগে বীচ চা বাগানের এক বিয়ে বাড়িতে গিয়ে হারিয়ে যায় মেয়েটি।যেসময় মেয়েটি হারিয়ে যায় তখন সে ছিল কিশোরী।বর্তমানে সে যুবতী।
কিভাবে সে হারিয়ে গেল তা জানেন না তার পরিবারের লোকেরা।এত বছর পর মেয়েকে ফিরে পেয়ে চোখে জল ধরে রাখতে পাড়েনি প্রেমার পরিবারের সদস্যরা।
advertisement
আরও পড়ুন: ৮ থেকে ৮০, বাদ যাচ্ছেন না কেউই! বিরাট ভিড়, আচমকা কী হল কালচিনিতে
সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেই প্রেমাকে চিনতে পারে তার পরিবারের সদস্যরা।এরপর সমাজসেবীরা এগিয়ে আসেন।জানা যায়,প্রেমা সিকিমে ছিল।সেখানে সে কাজ করছিল এতদিন।প্রেমার দিদি পায়েল ওরাঁও জানান,”বোন এতদিন পর এসেছে।ভাবতেই পারিনি কোনও দিন ওকে ফিরে পাব।সমাজসেবীদের কাছে আমরা কৃতজ্ঞ।”
Annanya Dey