Alipurduar News: ৮ থেকে ৮০, বাদ যাচ্ছেন না কেউই! বিরাট ভিড়, আচমকা কী হল কালচিনিতে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিসের পসরা নিয়ে হাজির হয়েছে ব্যবসায়ীরা।স্থানীয় ব্যবসায়ীরা ভাল ব্যবসার আশায় বুক বাঁধছেন
আলিপুরদুয়ার: এই প্রথমবার কালচিনি চা বলয়ের মানুষদের মনে একটু আনন্দ দিতে শুরু হল বৈশাখী মেলা। এই মেলা নিয়ে আনন্দোচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে সকলের মধ্যে।
কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ এলাকায় শুরু হয়েছে এই বৈশাখী মেলা। হ্যামিল্টনগঞ্জ অগ্ৰগামী সংঘের পরিচালনায় এই বৈশাখী মেলা আয়োজিত হচ্ছে। এই বৈশাখী মেলাতে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জিনিসের পসরা নিয়ে হাজির হয়েছে ব্যবসায়ীরা।স্থানীয় ব্যবসায়ীরা ভাল ব্যবসার আশায় বুক বাঁধছেন।মেলায় সহযোগিতার হাত বাড়িয়েছে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত।
advertisement
মনোরঞ্জনের জন্য বিভিন্ন ফান রাইডের ব্যবস্থা রয়েছে ছোট এবং বড় সকল বয়সীদের জন্য।লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস জানান,”হ্যামিল্টনগঞ্জ,কালচিনির মত এলাকায় ঘুরতে যাওয়ার জায়গা সামনাসামনি নেই।চা বাগান এলাকা।সারাদিন খাটনির পর এই মেলায় এলে সকলের ভাল লাগবে আশা রাখা যায়।নতুন উদ্যোগকে সকলেই আপন করে নেবে।প্রতিবছর এই মেলার আয়োজন করা যাবে বলে আশা রাখছি।”
advertisement
Annanya Dey
Location :
Kolkata,West Bengal
First Published :
May 09, 2023 1:40 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ৮ থেকে ৮০, বাদ যাচ্ছেন না কেউই! বিরাট ভিড়, আচমকা কী হল কালচিনিতে