জানা গেছে ৭১ তম বর্ষের এই পূজোয় ৩৫ লক্ষ টাকার বাজেট রয়েছে।পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রায় ১১৪ ফুট উচ্চতাসম্পন্ন এই মণ্ডপটি চওড়ায় থাকছে ৫৫ ফুট। কলকাতার শ্রীভূমির পুজোয় বুর্জ খলিফার আদলে মণ্ডপটি যেভাবে চমক দিয়েছিল ঠিক একইরকমভাবে এখানেও সেই চমক দিতে চেষ্টার কোনওরকম ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকরা।
advertisement
আরও পড়ুনঃ বন্যপ্রাণী ও মানুষের সঙ্ঘাত রোখার দাওয়াই, কুইক রেসপন্স টিম গঠন মাদারিহাটে
মণ্ডপসজ্জায় থাকছে চন্দননগরের আলোর কারসাজিও। যা দেখতে এখন থেকেই মানুষজনের ভিড় জমতে শুরু করেছে। লোহারপুল ইউনিট পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা বরাবর বিগ বাজেটের পুজো করে জেলাবাসীকে চমক দিয়ে এসেছেন। গত দুবছর করোনার কারণে সেভাবে পুজো হয়নি, তবুও বিধিনিষেধ মেনেই তারা দর্শনার্থীদের ভালো পুজো উপহার দেবার চেষ্টা করেছেন।
আরও পড়ুনঃ এসেছেন নতুন মালিক, তাতেও শ্রমিক আন্দোলন শুরু রায়মাটাং চা বাগানে!
এ বছর বুর্জ খলিফার আদলে তাদের মন্ডপ তৈরি হচ্ছে। তারা আশা রাখছেন এ বছর রেকর্ড সংখ্যক দর্শনার্থীর পদার্পণ হবে তাদের পুজো মন্ডপে। পুজোর পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচিও থাকছে। এবারেও অন্যান্যবারের মতো অষ্টমীতে ভোগ দেওয়া হবে এলাকাবাসীদের। তবে এবছর মন্ডপে নয় বরং এলাকার বাড়িগুলিতে পুজো কমিটির সদস্যদের পক্ষ থেকে ভোগ পৌঁছে দেওয়া হবে।
Annanya Dey