TRENDING:

Durga Puja 2022 II লোহারপুল ইউনিটের দুর্গাপুজোয় এবার বিশেষ আকর্ষণ বুর্জ খলিফা

Last Updated:

এবারে দুর্গাপুজোয় থিমের লড়াইয়ে বড় চমক নিয়ে হাজির আলিপুরদুয়ারের লোহারপুল ইউনিট।থিমের পুজোয় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে নিত্যনতুন থিমের ভাবনা দেখা যায় এই পুজো কমিটির মন্ডপে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : এবারে দুর্গাপুজোয় থিমের লড়াইয়ে বড় চমক নিয়ে হাজির আলিপুরদুয়ারের লোহারপুল ইউনিট।থিমের পুজোয় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে নিত্যনতুন থিমের ভাবনা দেখা যায় এই পুজো কমিটির মন্ডপে। দুর্গোৎসবে কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পর বিভিন্ন জায়গাতেই দুবাইয়ের বুর্জ খলিফার আদলে বিশালাকার মণ্ডপ তৈরি হচ্ছে। এবার সেটা দেখা যাবে আলিপুরদুয়ারে, যা সকলের নজর কাড়বে বলেই দাবি উদ্যোক্তাদের। আলিপুরদুয়ার লোহারপুল ইউনিট দুর্গাপূজা কমিটির তরফে বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরির কাজ বর্তমানে চলছে জোরকদমে।
advertisement

জানা গেছে ৭১ তম বর্ষের এই পূজোয় ৩৫ লক্ষ টাকার বাজেট রয়েছে।পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, প্রায় ১১৪ ফুট উচ্চতাসম্পন্ন এই মণ্ডপটি চওড়ায় থাকছে ৫৫ ফুট। কলকাতার শ্রীভূমির পুজোয় বুর্জ খলিফার আদলে মণ্ডপটি যেভাবে চমক দিয়েছিল ঠিক একইরকমভাবে এখানেও সেই চমক দিতে চেষ্টার কোনওরকম ত্রুটি রাখতে চাইছেন না আয়োজকরা।

advertisement

আরও পড়ুনঃ বন্যপ্রাণী ও মানুষের সঙ্ঘাত রোখার দাওয়াই, কুইক রেসপন্স টিম গঠন মাদারিহাটে

মণ্ডপসজ্জায় থাকছে চন্দননগরের আলোর কারসাজিও। যা দেখতে এখন থেকেই মানুষজনের ভিড় জমতে শুরু করেছে। লোহারপুল ইউনিট পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, তারা বরাবর বিগ বাজেটের পুজো করে জেলাবাসীকে চমক দিয়ে এসেছেন। গত দুবছর করোনার কারণে সেভাবে পুজো হয়নি, তবুও বিধিনিষেধ মেনেই তারা দর্শনার্থীদের ভালো পুজো উপহার দেবার চেষ্টা করেছেন।

advertisement

View More

আরও পড়ুনঃ এসেছেন নতুন মালিক, তাতেও শ্রমিক আন্দোলন শুরু রায়মাটাং চা বাগানে!

বছর বুর্জ খলিফার আদলে তাদের মন্ডপ তৈরি হচ্ছে। তারা আশা রাখছেন বছর রেকর্ড সংখ্যক দর্শনার্থীর পদার্পণ হবে তাদের পুজো মন্ডপে। পুজোর পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচিও থাকছে। এবারেও অন্যান্যবারের মতো অষ্টমীতে ভোগ দেওয়া হবে এলাকাবাসীদের। তবে এবছর মন্ডপে নয় বরং এলাকার বাড়িগুলিতে পুজো কমিটির সদস্যদের পক্ষ থেকে ভোগ পৌঁছে দেওয়া হবে।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Durga Puja 2022 II লোহারপুল ইউনিটের দুর্গাপুজোয় এবার বিশেষ আকর্ষণ বুর্জ খলিফা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল