Alipurduar News: এসেছেন নতুন মালিক, তাতেও শ্রমিক আন্দোলন শুরু রায়মাটাং চা বাগানে!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শ্রমিক অসন্তোষ ছড়াল রায়মাটাং চা বাগানে। সোমবার গেট মিটিং -এ সামিল হয়েছিলেন শ্রমিকরা। সম্প্রতি নতুন মালিকপক্ষ বাগানটি অধিগ্রহণ করেছেন।
#আলিপুরদুয়ার : শ্রমিক অসন্তোষ ছড়াল রায়মাটাং চা বাগানে। সোমবার গেট মিটিং -এ সামিল হয়েছিলেন শ্রমিকরা। সম্প্রতি নতুন মালিকপক্ষ বাগানটি অধিগ্রহণ করেছেন। শ্রমিকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। তারপরেও ছড়াল শ্রমিক অসন্তোষ। যা নিয়ে চিন্তার মেঘ জমতে শুরু করেছে বাগানের অন্দরে। পুজোয় কুড়ি শতাংশবোনাসের দাবি জানিয়েছিল শ্রমিকরা। সেখানে ১১% বোনাস মঞ্জুর করা হয়েছে তাদের। যা নিতে নারাজ শ্রমিকরা। বোনাসের দাবিতে সোমবার রায়মাটাং চা বাগানে গেট মিটিং এ সামিল হল রায়মাটাং চা বাগানের শ্রমিকরা।
advertisement
এদিন রায়মাটাং চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে শ্রমিকরা এক ঘণ্টা গেট মিটিং এ সামিল হয়। শ্রমিকরা জানান গতবছর রায়মাটাং চা বাগানে উৎপাদন কম হয়েছিল তা সত্তেও ১৩.৫% বোনাস প্রদান করা হয়েছিল। শ্রমিকদের অভিযোগ এবছর উৎপাদন বেশি হয়েছে তাও বোনাস কম দেওয়া হচ্ছে। শ্রমিকরা জানান তারা ১১% বোনাস নেবে না। তাদের দাবি বেশি বোনাস প্রদান করতে হবে। দাবি না মানা হলে লাগাতার আন্দোলন চলবে বলে জানান চা বাগানের শ্রমিকরা।
advertisement
আরও পড়ুনঃ সমাজসেবক লক্ষ্মীকান্ত রায়ের বঙ্গগৌরব সম্মানে খুশি ফালাকাটার বাসিন্দারা
শ্রমিকরা আরও জানিয়েছেন, রায়মাটাং চা বাগানকে রুগ্ন বাগান দেখিয়ে বোনাস কম করা হয়েছে। এটি শ্রমিকদের হেনস্তা করার পরিকল্পনা মালিকপক্ষের। বছরের অন্যান্য সময় সুযোগ সুবিধা না দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। উৎপাদন ভালো হওয়ার পরেও কিভাবে একটি বাগানকে রুগ্ন বাগান দেখাচ্ছে মালিকপক্ষ তা বুঝতে পারছেনা শ্রমিকরা।নতুন মালিক বাগানে এসেছেন।
advertisement
তিনি বিষয়টি দেখবেন বলে দাবি তুলেছেন শ্রমিকরা। তাদের কথায় আগের মালিকপক্ষ চলে গেছেন তাদের সমস্যা বাড়িয়ে দিয়ে। নতুন মালিক প্রবেশের সময় বলেছিলেন শ্রমিকদের সমস্যা দেখবেন। এখন তিনিও যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আন্দোলন আরও তীব্র হবে।
advertisement
Annanya Dey
Location :
First Published :
September 19, 2022 3:11 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: এসেছেন নতুন মালিক, তাতেও শ্রমিক আন্দোলন শুরু রায়মাটাং চা বাগানে!