Alipurduar News: বিশ্বকর্মা পুজোয় জলদাপাড়াতে হাতির আরাধনা বনকর্মীদের
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ। যন্ত্রের দেবতার পাশাপাশি, তাঁর বাহনের পুজোও চলছে সর্বত্র। আলিপুরদুয়ারের জলদাপাড়া,বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে জ্যান্ত হাতিরাই পুজো পেল।
#আলিপুরদুয়ার: বিশ্বকর্মা পুজোয় হাতিদের মহাসুখ। যন্ত্রের দেবতার পাশাপাশি, তাঁর বাহনের পুজোও চলছে সর্বত্র। আলিপুরদুয়ারের জলদাপাড়া,বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে জ্যান্ত হাতিরাই পুজো পেল। বনকর্মীদের থেকে জানা গিয়েছে, বিশ্বকর্মা পুজোয় হাতিদের পুজো করা, একশো বছরেরও পুরনো এই প্রথা। সকাল বেলায় কুনকি হাতিদের স্নান করিয়ে, চন্দন পরিয়ে, খড়িমাটি দিয়ে অঙ্গসজ্জা করে দেবজ্ঞানে পুজো করা হয়। মাহুতদের সঙ্গে বনকর্মী থেকে আধিকারিক সকলেই পুজোয় মেতে ওঠেন। হাতিরা অবশ্য পুজোর বিশেষ কিছু বুঝছেন না। নৈবেদ্যর নারকেল, ছোলা, গুড়, ফল, ডাল, লবণ পেয়েই তারা খুব খুশি।
আরও পড়ুনঃ কিছুই মেলে না চা বাগান শ্রমিকদের! তাই বাগান বিমুখ নতুন প্রজন্ম
বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো হল জলদাপাড়াতে। প্রতিবছরের ন্যায় এবছরও জলদাপাড়া জাতীয় উদ্যানে সহকারি বন্যপ্রাণ আধিকারিকের কার্যালয়ে বিশ্বকর্মা পুজো উপলক্ষে হাতি পুজো করা হয়। এ বছর কুনকি হাতি ভীম ও কুনকি হাতি ফুলমন্তীকে পুজো করা হয়। পুজো শেষে কুনকি হাতিদের ফল খাওয়ানো হয়। এদিন হাতি পুজো উপলক্ষে এলাকার বাসিন্দারা ও পর্যটকরা ভিড় জমিয়েছিল জলদাপাড়াতে। বনকর্মীরা জানান, হাতি তাদের মতোই কর্মচারী। পুজোর আয়োজন তারা সকলে মিলেই করেন।
advertisement
advertisement
বিশ্বকর্মা পুজোর দিন তাদের কাছে আনন্দের দিন। অনেক ক্ষেত্রেই অপরাধীদের ধরতে সাহায্য করে হাতি। যেখানে গাড়ি যেতে পারে না সেই এলাকায় চলে যায় হাতি। বনকর্মীদের সামনে এনে দেয় গুরুত্বপূর্ণ তথ্য। হাতি তাদের পরম বন্ধু। তাদের পুজোর দিনটি বিশেষ করে তুলতে নানান আয়োজন করেন বনকর্মীরা। জলদাপাড়ার পাশাপাশি বক্সা ব্যাঘ্র প্রকল্পের রায়ডাক রেঞ্জে হাতি পুজোর আয়োজন করা হয়। হাতিদের সকালে স্নান করিয়ে,তাদের সাজগোজ করিয়ে মাহুতরা পুজোর স্থানে নিয়ে আসেন। এলাকাবাসীরা হাতিকে ফল খাওয়ান ও আশীর্বাদ নেন।
advertisement
Annanya Dey
Location :
First Published :
September 17, 2022 9:19 PM IST