Alipurduar News: ব্রাউন সুগার পাচারের চেষ্টা করে পুলিশের জালে তিন

Last Updated:

গোপন সুত্রে খবর পেয়ে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার পুলিশ স্থানীয় রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৩২০ গ্রাম ব্রাউন সুগারসহ তিনজনকে গ্রেফতার করছে।

#আলিপুরদুয়ার: গোপন সুত্রে খবর পেয়ে আলিপুরদুয়ারের ফালাকাটা থানার পুলিশ স্থানীয় রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে ৩২০ গ্রাম ব্রাউন সুগারসহ তিনজনকে গ্রেফতার করছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, শিয়ালদহ থেকে নিউ আলিপুরদুয়ার গামী তিস্তা-তোর্সা এক্সপ্রেসে মালদার দুই বাসিন্দা জবেদুল শেখ ও রুবেল শেখ ওই ব্রাউন সুগার নিয়ে আজ এসেছিল। ফালাকাটার হারাধন মল্লিকের কাছে ব্রাউন সুগার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল তারা। বাজেয়াপ্ত করা ব্রাউন সুগারের বাজার দর প্রায় এক কোটি টাকা। পুলিশ ধৃত তিনজনকে এদিন জলপাইগুড়ির বিশেষ নারকোটিক আদালতে পেশ করেছে। সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। ওই মাদক পাচার চক্রের সঙ্গে কোনো আন্তর্জাতিক মাদক চক্রীরা জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ফালাকাটার ধৃত ব্যক্তির বাড়ি উমাচরণপুরে বলে জানা যায়। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা, শামুকতলা এলাকায় রমরমা কারবার লক্ষ্য করা যাচ্ছে ব্রাউন সুগারের। পুলিশ সূত্রে জানা যায়, এলাকার একদল যুবক ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়েছে। যার ফলে পাচার বাড়ছে। যেহেতু আলিপুরদুয়ার সীমান্তবর্তী জেলা, সেহেতু আন্তর্জাতিক যোগ থাকার সম্ভাবনা প্রবল। জিতবে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যের পাকাপোক্ত প্রমাণ পেতে চাইছেন ফালাকাটা থানার আধিকারিকরা। এর আগেও এপ্রিল মাসে গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করে।
advertisement
advertisement
এরপর তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়। ফালাকাটা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার গামী যাত্রীবাহী বেসরকারি বাস ফালাকাটার স্ট্যান্ডে এলে তারা এই দু’জনকে ব্রাউন সুগার সহ আটক করে। আটক হওয়া দুজন ব্যক্তির বাড়ি ফালাকাটার দুলাল দোকান এলাকায়। এদের কাছ থেকে ১০.৫১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। এর আগে জয়গাঁ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। পাচারের আগেই আলিপুরদুয়ারে উদ্ধার 80 গ্রাম ব্রাউন সুগার ৷ ধৃত পাচারকারী ৷
advertisement
আরও পড়ুনঃ কিছুই মেলে না চা বাগান শ্রমিকদের! তাই বাগান বিমুখ নতুন প্রজন্ম
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জয়গাঁ থানার পুলিশ৷ তখনই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয় এই ব্রাউন সুগার৷ পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় ২লক্ষ টাকা৷ জঁয়গার ঝর্ণা বস্তি এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ গ্রেফতার করা হয় বাপি ইসলাম নামের একজনকে পাচারকারীকে৷ পুলিশ জানিয়েছে, প্রতিবেশী দেশ ভুটান এবং জঁয়গা এলাকায় এই ব্রাউন সুগার পাচারের ছক কষেছিল বাপি নামের এক ব্যক্তি।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ব্রাউন সুগার পাচারের চেষ্টা করে পুলিশের জালে তিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement