Alipurduar News: আখ চাষ করে মুখে হাসি! লাভের মুখ দেখছেন জেলার কৃষকেরা

Last Updated:

আখ চাষ করে মুখে হাসি ফুটেছে আলিপুরদুয়ার এক ব্লকের চাষিদের। আলিপুরদুয়ার এক ব্লকের উত্তর কামসিং এলাকার কৃষকরা অন্যান্য চাষ ছেড়ে আখ চাষে মনোযোগ দিয়েছে।

+
title=

#আলিপুরদুয়ার: আখ চাষ করে মুখে হাসি ফুটেছে আলিপুরদুয়ার এক ব্লকের চাষিদের। আলিপুরদুয়ার এক ব্লকের উত্তর কামসিং এলাকার কৃষকরা অন্যান্য চাষ ছেড়ে আখ চাষে মনোযোগ দিয়েছে। এই এলাকার কৃষকরা জানান, এর আগে পাট চাষ করেছিলেন তারা। কিন্তু বৃষ্টি বেশি হওয়ায় বেশিরভাগ পাট গাছ নষ্ট হয়ে যায়। যার ফলে লোকসানের মুখ দেখেছিলেন তারা। তারপরেই বিকল্প চাষের চিন্তাভাবনা শুরু করেন তারা। আখ চাষে লাভবান হওয়া যায় শুনে এলাকার কৃষকেরা তাদের তিন থেকে পাঁচ বিঘা জামিতে আখ চাষ শুরু করেন।
এই মুহুর্তে প্রতিটি আখ দশ থেকে পনেরো টাকা দরে বিক্রি করছেন তারা। কৃষকরা জানিয়েছেন,আখ চাষের জন্য উঁচু কিংবা মাঝারি উঁচু, সমান এবং একদিকে সামান্য ঢালু জমি হলে ভালো হয়। নির্বাচিত জমি অবশ্যই জলাবদ্ধতা মুক্ত হতে হবে। মাটি এঁটেল দো-আঁশ কিংবা বেলে দো-আঁশ প্রকৃতির হলে ভালো হয়। এই দুই ধরনের মাটি এলাকায় দেখা যায়। ফলে তাদের সমস্যা হয়নি।
advertisement
advertisement
আখ চাষের পদ্ধতি –
আখ চাষে দুধরনের পদ্ধতি ব্যবহৃত হয়।সনাতন পদ্ধতিতে আখের বীজখণ্ডগুলো সরাসরি মূল জমিতে রোপণ করা হয়। ভালোভাবে জমি তৈরির পর কোদাল বা লাঙল দিয়ে নালা করে নালার ভেতর বেসালডোজ সার ছিটিয়ে কোদাল দিয়ে কুপিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দুই বা তিন চোখবিশিষ্ট বীজখণ্ড সরাসরি মাথায় মাথায় স্থাপন করে তার উপর প্রায় ২ ইঞ্চি মাটির আবরণে ঢেকে দিতে হবে।
advertisement
আরও পড়ুনঃ ফের নকল মদের হদিস কালচিনির ভার্নোবাড়ি চা বাগানে, গ্রেফতার এক
রোপা পদ্ধতিতে আখের চারা তৈরি করে চারাগুলো মূল জমিতে নালার ভেতর রোপণ করা হয়। আখের চারা তৈরির জন্য বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হয়। এরমধ্যে পলিব্যাগে চারা তৈরি, বীজতলায় চারা তৈরি এবং গাছচারা তৈরি পদ্ধতি প্রধান। চারা তৈরির জন্য বীজখণ্ডগুলো বিশেষ যত্নের সাথে তৈরি করা হয়।
advertisement
আখ চাষের সময় –
শ্রাবণ- আশ্বিন মাস চারা উৎপাদনের উপযুক্ত সময়। এসময় তাপমাত্রা বেশি থাকায় চারা বেশি গজায়। আশ্বিনের পরে অঙ্কুরোদগম কমে এবং চারা উৎপাদন খরচ বেশি পড়ে।
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আখ চাষ করে মুখে হাসি! লাভের মুখ দেখছেন জেলার কৃষকেরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement