ডুয়ার্সের মধ্যে অন্যতম বড় বাজার কালচিনি ব্লকের নতুন হাসিমারা সাপ্তাহিক হাটের বেহাল দশা। এলাকার রাস্তাঘাটের পরিস্থিতি দেখলে ভয় পেতে হয়।যখন তখন যানযট লেগেই থাকে এলাকায়।নতুন হাসিমারা বাজারে প্রতি রবিবার হাসিমারা ও তার আশেপাশে থেকে কয়েক হাজার মানুষের সমাগম হয় । ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক হাজার বিক্রেতা আসেন বিভিন্ন জিনিসের পসরা নিয়ে।
advertisement
এছাড়া প্রতি রবিবার হাটে প্রায় চার হাজার ক্রেতারা আসেন। কিন্তু এই নতুন হাসিমারা হাটে নেই কোনও শৌচাগারের ব্যবস্থা। তাছাড়া হাটের নিকাশি ব্যবস্থাও বেহাল। এমনকি হাটে প্রচুর ব্যবসায়ীর শেড নেই । ব্যবসায়ীরা প্লাস্টিক টাঙিয়ে জিনিস পত্র বিক্রি করেন ।কালচিনি পঞ্চায়েত সমিতির অন্তর্গত নতুন হাসিমারা হাটে কয়েকমাস পূর্বে শৌচালয় নির্মাণের কাজ শুরু হয়েছিল কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার অর্ধেক কাজ করে কাজ বন্ধ রেখেছে অজ্ঞাত কোনও কারণে।
আরও পড়ুন: রেশনে কম আটা দিচ্ছে ডিলার! গ্রাহকদের অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে ফুড ইন্সপেক্টর দেখলেন 'সব ঠিক আছে'
আরও পড়ুন: তুমুল ঝড়বৃষ্টিতে বাজ পড়ে ঘরে আগুন! তবে প্রাণে বাঁচলেন বাড়ির মালিক, চমকে ওঠা কারণ
হাট ব্যবসায়ীরা জানান, শৌচালয় না থাকায় খুবই সমস্যায় পড়তে হচ্ছে৷ বিশেষ করে মহিলাদের সমস্যার অন্ত নেই ।নতুন হাসিমারা হাটের ব্যবসায়ীরা জানান,হাটে শৌচালয় নির্মাণের জন্য বহুবার আবেদন করা হয়েছে। কিন্তু কাজ থমকে আছে কী কারণে তা জানা নেই।
Annanya Dey