এলাকার বাসিন্দারা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃতের পরিবারের তরফে জানা যায় বন দফতরের তরফে ক্ষতিপূরণের বিষয়ে জানান হয়নি। কয়েকমাস আগে হাতির হানায় বীরপাড়া সরুগাঁও এলাকায় মৃত্যু হয় এক বৃদ্ধের।
আরও পড়ুনঃ প্রায় নেই ছাত্র! বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ার বিধানপল্লী প্রাথমিক বিদ্যালয়!
advertisement
আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার ৩ নম্বর সরুগাঁও বস্তিতে ভোরে হাতির হানায় মৃত্যু হয় পুলিকর ওরাওঁ নামের এক বৃদ্ধের। ওই বৃদ্ধের বয়স ৬৬ বছর। জানা যায় ভোরে ঘর থেকে বেরিয়ে দলছুট দাঁতাল হাতির মুখোমুখি হন ওই বৃদ্ধ। এরপর সেই দাঁতাল হাতি তাঁকে আক্রমন করে বলে অভিযোগ স্থানীয়দের। বেঁচে থাকার জন্য আর্তনাদ করতে থাকে ওই বৃদ্ধ। তবে দাঁতাল হাতির সামনে যাওয়ার সাহস দেখাতে পারেনি কেউই। হাতিটি বৃদ্ধটিকে তুলে আছাড় দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ কুমারগ্রামে ফের দেখা মিলল প্রাপ্তবয়স্ক ভাল্লুকের! আতঙ্কিত এলাকাবাসী
ঘটনার পর পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য দেহটি উদ্ধার করে বীরপাড়া থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের তরফে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়।
Annanya Dey