এরপর তিনি বনদফতরে খবর দেন। তারপরই এই সেকশনে লেপার্ড ধরার খাঁচা পাতা হয়েছিল। শুধু ম্যানেজার নয়, বেশ কিছুদিন থেকেই বাগানের মধ্যে লেপার্ডের আনাগোনা লক্ষ্য করছিলেন বাগানের শ্রমিকরা। যার ফলে আতঙ্ক ছড়িয়ে ছিল বাগানে। খাঁচা পাতার একমাস হয়ে গেলেও খাঁচাবন্দী হচ্ছিল না লেপার্ডটি। এদিন লেপার্ডটিকে আটক করার সিদ্ধান্ত নিয়ে নেন বনকর্মীরা। সেই অনুযায়ী একটি খুঁটিতে বেঁধে রাখা হয় ছাগলটিকে।
advertisement
আরও পড়ুনঃ ভার্নোবাড়ি চা বাগানে শুরু প্রাক বড়দিনের উৎসবের আনন্দ
ছাগলের লোভ দেখিয়ে খাঁচায় আটক করা হয়। দলগাঁও চা বাগানের ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, "বাগানের মধ্যে লেপার্ড দেখতে পাচ্ছিল বাগানের শ্রমিকরা। আমরা বনদফতরের কাছে আবেদন জানিয়ে ছিলাম খাঁচা দেওয়ার জন্য, সেই মতো খাঁচা পাতা হয়। এদিন সকালে বাগানের শ্রমিকরা প্রথম খাঁচাবন্দী লেপার্ডটি দেখতে পায়। তবে বাগানে আরও লেপার্ড থাকতে পারে বলে জানান তিনি।"
Annanya Dey