তার নাম স্বর্ণালী সমাদ্দার। নিজেকে সুন্দর দেখানর জন্য প্রায় প্রত্যেকেই হেয়ার ডিজাইনারের কাছে গিয়ে চুল কাটিয়ে থাকেন। তবে স্বর্ণালী চুল কেটেছেন নিজেকে সুন্দর দেখানর জন্য নয়। ক্যান্সার রোগীদের সাহায্যার্থে এই চুল তিনি দান করেছেন।
আরও পড়ুন ঃ ভোরবেলার আগুনে পুড়ে খাক কাপড়, জুতো, সোনার দোকান!
স্বর্ণালীর এই লম্বা চুল দেখে আলিপুরদুয়ার পুরসভার ভাঙ্গাপুল এলাকার বাসিন্দা স্বর্ণালীর প্রেমে পড়ে বিবাহ সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন কোচবিহারের এক যুবক। সেই সাধের চুল কেটে ক্যান্সার রোগীদের উৎসর্গ করলেন স্বর্ণালী। তার জন্য ৯ বছর ধরে সেই চুল বড় করে আসছিলেন স্বর্ণালী সমাদ্দার।
advertisement
এদিন নিজের লম্বা চুল উৎসর্গ করে তার নিজের বহুদিনের ইচ্ছে পূরণ করলেন তিনি। চুল কেটে এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে তুলে দেন স্বর্ণালী। চুল দেখে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন ঠিকই। তবে ক্যান্সার রোগীদের জন্য স্বর্ণালীর এই সিদ্ধান্তে খুশি তার স্বামী স্নেহাঙ্কুর দাস।
Annanya Dey