Alipurduar News: ভোরবেলার আগুনে পুড়ে খাক কাপড়, জুতো, সোনার দোকান!
- Reported by:ANNANYA DEY
- news18 bangla
- Published by:Ananya Chakraborty
Last Updated:
ভোর সাড়ে তিনটে নাগাদ হঠাৎই বাজারের একটি কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। সেই আগুন দ্রুত পাশের জুতোর দোকানে ছড়িয়ে পড়ে।
আলিপুরদুয়ার: অসাম সীমান্ত লাগোয়া বারবিশা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভোর রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল কাপড়, জুতো, সোনা, মোবাইল রিপেয়ারিংয়ের দোকান। বিধ্বংসী আগুনে সীমান লাগোয়া এই বাজারের ৬ টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে।
আলিপুরদুয়ার জেলার অসম সীমানার অন্যতম বড় বাজার হল এই বারবিশা মার্কেট। রবিবার রাতেও ব্যবসায়ীরা ভালোভাবেই দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান। স্থানীয় সূত্রে খবর, ভোর সাড়ে তিনটে নাগাদ হঠাৎই বাজারের একটি কাপড়ের দোকানে প্রথম আগুন লাগে। সেই আগুন দ্রুত পাশের জুতোর দোকানে ছড়িয়ে পড়ে। এরপর পরপর আরও একটি কাপড়, সোনার গয়নার ও মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে ছড়িয়ে যায়। ভোরবেলায় আগুন লাগায় প্রাথমিকভাবে বিষয়টি বুঝে উঠতে কিছুটা সময় লাগে। এরপর স্থানীয়রাই দ্রুত ফোন করে খবর দেন বারবিশা দমকল কেন্দ্রে।
advertisement
advertisement
খবর পেয়েই ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে পাশের জেলা কোচবিহারের তুফানগঞ্জ দমকল কেন্দ্র থেকে আরও দুটি ইঞ্জিন নিয়ে আসা হয়। মোট চারটে ইঞ্জিন প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পরপর দাঁড়িয়ে থাকা ৬ টি দোকানের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। দোকানগুলোর মধ্যে কোনও ব্যবধান না থাকায়, একে অপরের গায়ে অবস্থিত হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে যায় বলে অগ্নি নির্বাপন বিশেষজ্ঞদের অভিমত। এই দুর্ঘটনায় মাথায় হাত বারবিশা বাজারের ব্যবসায়ীদের।
advertisement
অনন্যা দে
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jun 19, 2023 4:14 PM IST









