TRENDING:

Alipurduar News: পঞ্চায়েতের উত্তাপ নয়! দল বেঁধে এরাই হামলা চালিয়ে তছনছ করল গোটা গ্রাম

Last Updated:

রাতে বৃষ্টির সুযোগ নিয়ে গ্রামে প্রবেশ করল প্রায় পঞ্চাশটি বুনো হাতির দল। এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে হাতিগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: রাতে বৃষ্টির সুযোগ নিয়ে গ্রামে প্রবেশ করল প্রায় পঞ্চাশটি বুনো হাতির দল।এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছে হাতিগুলি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকার। বুধবার গভীর রাতে হাতি এলাকায় প্রবেশ করে ব‍্যাপক তাণ্ডব চালায়। হাতির হানায় ক্ষতি হয় প্রায় কুড়ি বিঘা জমির ভুট্টা।
elephant attack
elephant attack
advertisement

মাদারিহাট ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় প্রতিনিয়ত বুনো হাতির হানা লক্ষ্য করা যায়। গত এক মাস এই এলাকায় হাতির হানা লক্ষ্য না করা গেলেও বৃষ্টি শুরু হওয়ার সঙ্গেই শুরু হয়েছে হাতির তাণ্ডব। বুধবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে পঞ্চাশটি হাতির একটি দল পশ্চিম মাদারিহাট এলাকায় প্রবেশ করে।

আরও পড়ুন ঃ এই জেলায় অন্তর্কলহে জেরবার শাসক ও বিজেপি! তবে কী অ্যাডভান্টেজ বামেদের?

advertisement

ওই হাতির দল এলাকার প্রায় কুড়ি বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করে দেয়। মাথায় হাত এলাকার কৃষকদের। এদিকে হাতির হানার খবর রাতের বেলায় জলদাপাড়া বনবিভাগে দেওয়া হলেও কোনও বনকর্মীকে সেই সময় এলাকায় দেখা যায়নি। বৃহস্পতিবার সকালে এলাকায় দেখা যায় বনকর্মীদের। তাদের দেখেই ক্ষোভ উগড়ে দেয় এলাকার কৃষকরা।

এলাকার কৃষকদের কথায়, “পঞ্চাশটি হাতির দল চলে এসে চাষের জমি ক্ষতি করছে। এরপর এরা বাড়িঘর ভাঙবে। শুধু তাই নয় মানুষ মেরে ফেলবে। বনদফতর সবটা জেনেও এই এলাকায় টহল দেয় না।শুধু ক্ষতিপূরণ দিলেই হবে না। এলাকায় টহলের ব‍্যবস্থা করতে হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: পঞ্চায়েতের উত্তাপ নয়! দল বেঁধে এরাই হামলা চালিয়ে তছনছ করল গোটা গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল