CPIM: ঝামেলা করছে তৃণমূল-বিজেপি, ফায়দা তুলছে বামেরা! দারুণ 'মডেলে' চমকে দিচ্ছে লাল ব্রিগেড

Last Updated:

CPIM: এই জেলায় অন্তর্কলহে জেরবার শাসক ও বিজেপি! তবে কী অ্যাডভান্টেজ বামেদের?

+
নতুন

নতুন চাল বামেদের

আলিপুরদুয়ার: তৃণমুল ও বিজেপির অন্তর্কলহের জেরে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র পেশ করেছে বামেরা। জেলার প্রতিটি ব্লকে বামেদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ প্রায় শেষ। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই প্রার্থী ঠিক করে রেখেছিল বামেরা।
এলাকার বাসিন্দাদের প্রার্থী করা হয়েছে। অন‍্য এলাকার প্রার্থীকে পরিচিত পঞ্চায়েতের এলাকায় প্রার্থী হিসেবে নিয়ে যাওয়া হয়নি। মনোনয়ন পেশের বিষয়ে জানার পর আর দেরি করেনি বামেরা।
advertisement
জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে বামেরা। কালচিনি ব্লক অফিসে শান্তিপূর্ণ ভাবে মনোনয়ন পেশ করে বামেরা। ইতিমধ্যে পঞ্চায়েতের চল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে তারা।
advertisement
কালচিনির বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি ও বামফ্রন্ট প্রার্থীরা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন জমা দিয়েছেন। কালচিনি ব্লকে এসইউসিআই দল থেকে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশ করা হয়।বামেদের শরিক দলগুলি এবারও পেশ করেছে মনোনয়নপত্র।
—-Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
CPIM: ঝামেলা করছে তৃণমূল-বিজেপি, ফায়দা তুলছে বামেরা! দারুণ 'মডেলে' চমকে দিচ্ছে লাল ব্রিগেড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement