আগামী দিনে এই বাণিজ্যের পথ ধরে অর্থনৈতিক উন্নয়ন হবে আলিপুরদুয়ারের এই এলাকার এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। পূর্বেই জানা গিয়েছিল ভারতের চেন্নাই থেকে ৭৫ টি ইসুজু গাড়ি কিনেছিল ভুটান। এবার ভুটানের কেনা সেই গাড়ির হাত ধরেই খুলে গেল দুই দেশের মধ্যে নতুন দিগন্ত। ভুটানের সঙ্গে রেলপথে জুড়তে চলেছে ভারত। সম্প্রতি এই খবর প্রকাশ্যে আসে। প্রতিবেশি দেশ ভুটানেও রেল চলাচলের চিন্তাভাবনা শুরু করেছে ভারতীয় রেল।
advertisement
জানা গিয়েছে রেলপথে ভুটানের সঙ্গে মোট তিনটি রুটে যোগাযোগ স্থাপন করে প্রথমে বাণিজ্যিক উন্নয়নের দিকেই জোর দেবে ভারত। পণ্যবাহী ট্রেন সফলভাবে চললে ওই তিনটি রুটে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনাও নিয়েছে রেল। অদূর ভবিষ্যতে সড়কপথ ছাড়াও দুই দেশের নাগরিক ও পর্যটকরাও ওই আন্তর্জাতিক রেল পথ ব্যবহার করে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন। রেলসূত্রে জানা গিয়েছে,পরবর্তীতে হাসিমারা থেকে ভুটানের ফুন্টসোলিং পর্যন্ত রেলপথ পাতার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুনঃ জলদাপাড়ার হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বংশীধরপুরের কৃষিজমি!
এছাড়াও অসমের কোকড়াঝাঁর থেকে ভুটানের সামদ্রুপজংখা পর্যন্ত রেল রুট তৈরি করারও পরিকল্পনা রয়েছে রেলের। দুদেশের বানিজ্যিক এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়ন হবে রেলপথ তৈরি হলে। পাশাপাশি সামরিক দিক থেকেও এই রেল পথের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। কার্যত উত্তর পূর্বের রাজ্য গুলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে উত্তর-পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন সকলে।
আরও পড়ুনঃ মেলার ব্যবসায়ীদের ফুড সেফটি আইন নিয়ে বোঝালেন বিডিও
উত্তর-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, প্রথমে অসমের কোকরাঝাঁড় থেকে ভুটানের গ্যালিম্ফু পর্যন্ত ৪৮ কিলোমিটার রেলপথ পাতার কাজ শুরু করা হবে। এই রেলপথ তৈরির প্রাথমিক সমীক্ষার কাজ শেষ স্তরে পৌঁছেছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার দিলীপ কুমার সিং। তিনি আরও জানিয়েছেন, ওই রেলপথের কাজ শেষ হলে, হাসিমারা থেকে ভুটানের ফুন্টসোলিং পর্যন্ত রেললাইন পাতার পরিকল্পনা রয়েছে।
Annanya Dey






