Alipurduar News: জলদাপাড়ার হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বংশীধরপুরের কৃষিজমি!

Last Updated:

ফালাকাটার বংশীধরপুর গ্রামে বৃহস্পতিবার মাঝরাতে জলদাপাড়া বনাঞ্চলের এক পাল হাতি ঢুকে পড়ে। আলুর ক্ষেতে তাণ্ডব চালায় ওই হাতির দল বলে জানা যায়। কালীপুজো উপলক্ষ্যে গতকাল রাতে ওই গ্রামে এক অনুষ্ঠান চলছিল।

+
title=

#আলিপুরদুয়ার : ফালাকাটার বংশীধরপুর গ্রামে বৃহস্পতিবার মাঝরাতে জলদাপাড়া বনাঞ্চলের এক পাল হাতি ঢুকে পড়ে। আলুর ক্ষেতে তাণ্ডব চালায় ওই হাতির দল বলে জানা যায়। কালীপুজো উপলক্ষ্যে গতকাল রাতে ওই গ্রামে এক অনুষ্ঠান চলছিল। মাইকের শব্দে এলাকার মানুষ হাতি ঢোকার বিষয়টি প্রথমে টের পাননি। হাতির হানায় এলাকার বিঘার পর বিঘা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। হাতি এসেছে গ্রামে টের পেতেই সকলেই বাড়িতে ছিলেন। কেউ বাইরে বের হননি।সকাল হতেই বাইরে বেরিয়ে দেখেন ক্ষেতে আর কিছু অবশিষ্ট নেই।সব নষ্ট করেছে হাতির দল। স্থানীয় বাসিন্দা বুলু ওরাওঁয়ের প্রায় দেড় বিঘা জমির ধান নষ্ট হয়েছে।
বীরেশ বিশ্বাসের আড়াই বিঘা জমির আলু খেত মাড়িয়ে দিয়েছে হাতির পাল। এছাড়া আরও অনেকের বিঘার পর বিঘা বেগুন খেতের ক্ষতি হয়েছে। আবার হরি সরকারের বাড়িতেও দলছুট একটি দাঁতাল আক্রমণ করে। ঘরের টিনের বেড়া ভেঙে ধান, আটা, চাল সাবাড় করে ওই দাঁতাল। রাতে ওই ঘরে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি। এদিকে বন দফতরে ফোন করা হলেও বনকর্মীরা ঘটনাস্থলে আসতে দেরি করেন বলে স্থানীয়দের অভিযোগ। তবে ভোরবেলায় বন দফতর স্থানীয়দের তাড়ায় হাতির পালটি জঙ্গলে ফিরে যায়। বংশীধরপুর এলাকার পাশেই জলদাপাড়ার ব্যাংডাকি বিট।
advertisement
বিটের তরফে জানা গিয়েছে ক্ষতিগ্রস্তদের বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। সেপ্টেম্বরের শেষে মাদারিহাটে বুনো হাতির হানা অব‍্যাহত লক্ষ্য করা যায়। গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায়। এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীদের। জলদাপাড়া জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে বুনো হাতি। গভীর রাতেও একটি দাঁতাল হাতির এলাকায় প্রবেশ করে।
advertisement
advertisement
 
জানা যায় হাতিটি দক্ষিণ মাদারিহাট এলাকায় প্রবেশ করে এলাকার এক বিঘা জমির ধান নষ্ট করে। এলাকার বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছেন বনদফতরের বিরুদ্ধে। তারা জানান প্রতিনিয়ত বুনো হাতি আসছে এলাকায়। হাতি এসে জমির ফসল নষ্ট করছে। বনদফতরে ফোন করলেই জানানো হয় তারা অন্যত্র টহল দিচ্ছেন। এলাকাবাসীরা নিজেরাই দু'ঘন্টা চেষ্টা করে হাতি তাড়িয়েছেন। ফের হাতির হানার ঘটনা বাড়ছে মাদারিহাটে। গত অগাস্ট মাসের প্রথমের দিকে এক গভীর রাতে মাদারিহাট এলাকায় বুনো হাতি হানা দিয়ে এলাকার বাসিন্দা নিতাই চন্দ্র বিশ্বাসের রান্না ঘর ভেঙ্গে দেয়। রেশন সামগ্রী সাবার করে চলে যায়। হাতির হানা ঘটনা ঘটছে মাদারিহাটে লাগাতার।
advertisement
 
হাতির হানায় আতঙ্কিত মাদারিহাট বাসীরা। এদিকে বনদফতরের পক্ষ থেকে বিষয়গুলি এড়িয়ে যাওয়ার অভিযোগ এলাকাবাসীদের। জুলাই মাসের শেষের দিকে এক সপ্তাহে পরপর দুবার একটি চা দোকানে দাঁতাল হাতি হানা দিয়ে ক্ষতিগ্রস্ত করল দোকান ঘর। ক্ষতিপূরণের দাবিতে সরব হন ক্ষতিগ্রস্তরা। গভীর রাতে জলদাপাড়া জঙ্গল থেকে একটি দাঁতাল হাতি বেরিয়ে মাদারিহাটের দক্ষিণ খয়েরবাড়ি এলাকায় প্রবেশ করে তাণ্ডব চালায় দাঁতাল হাতি এলাকার বাসিন্দা কল্পনা সুব্বার দোকানে হানা দিয়ে ভেঙ্গে দেয় দোকানঘর। কল্পনা সুব্বা এর পূর্বেও দাঁতাল হাতি হানা দিয়ে দোকান ঘর ভেঙ্গে দিয়েছে কিন্ত কোনো ক্ষতিপূরণ পাননি তারা।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: জলদাপাড়ার হাতির দলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বংশীধরপুরের কৃষিজমি!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement