কাঁচা বাদাম গানের মালিকানার সার্টিফিকেট হাতে পেলেও এখনও কোনও টাকা পাইনি। যে নামটা পেয়েছিলাম, সেই নামেই বাড়িটা তৈরি করতে পেরেছি। কিন্তু বর্তমানে কোনও কাজ পাচ্ছি না,’ আক্ষেপের সুর গলায়। সোশ্যাল মিডিয়ায় আবারও ফিরে আসার ইচ্ছে প্রকাশ করে ভুবন বলেন, ‘আমার ইচ্ছে আবার যেন গানের জগতে থাকতে পারি। আবারও যেন মানুষ আমাকে চিনে, ভালবাসে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার প্রতি আশীর্বাদ রাখবেন।’
advertisement
আরও পড়ুনঃ পুজোয় রাজা-রানির মতো কাটান একদিন, তাও একেবারে কম খরচে! ঘুরে আসুন সোনারুন্দি রাজবাড়ি
অন্যদিকে, ভুবনের স্ত্রীও স্বপ্ন দেখেন একদিন বৃন্দাবন ভ্রমণের। ‘আমার অনেক ইচ্ছা আছে বৃন্দাবন ঘুরতে যাওয়ার। দেবতাচরণের দর্শন করতে চাই, কিন্তু অভাবে এখনও সম্ভব হয়নি। আশা করি একদিন সেই ইচ্ছে পূরণ হবে,’ বলেও জানান তিনি।
শেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভুবন বলেন, ‘যদি কোনও ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দেবেন। আমার লেখাপড়া বেশি নেই, তবুও সবাই যেন আমার পাশে থাকেন। মানুষের আশীর্বাদ পেলে আবারও এগিয়ে যেতে পারব।’ ভুবনের আশা, একদিন কপিরাইটের টাকা হাতে এলে নতুন গান নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবেন।