TRENDING:

Bhuban Badyakar: 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর ফিরছেন! কপিরাইটের টাকা পেলে কী করবেন? জানালেন নিজে মুখেই

Last Updated:

Bhuban Badyakar: বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর এক সময় তার বিখ্যাত 'কাঁচা বাদাম' গান দিয়ে সারা বিশ্বে পরিচিতি পান। এক সাধারণ বাদাম বিক্রেতা থেকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: বীরভূমের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন বাদ্যকর এক সময় তার বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গান দিয়ে সারা বিশ্বে পরিচিতি পান। এক সাধারণ বাদাম বিক্রেতা থেকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। কিন্তু আজও সেই খ্যাতি সত্ত্বেও দুঃখের সুর বাজছে ভুবনের জীবনে। ভুবন বাদ্যকর জানান, কপিরাইট মামলার জটিলতার কারণে নতুন গান প্রকাশ করতে পারছেন না। ‘আমার কপিরাইট কেসটার জন্য এখন মন খারাপ।
advertisement

কাঁচা বাদাম গানের মালিকানার সার্টিফিকেট হাতে পেলেও এখনও কোনও টাকা পাইনি। যে নামটা পেয়েছিলাম, সেই নামেই বাড়িটা তৈরি করতে পেরেছি। কিন্তু বর্তমানে কোনও কাজ পাচ্ছি না,’ আক্ষেপের সুর গলায়। সোশ্যাল মিডিয়ায় আবারও ফিরে আসার ইচ্ছে প্রকাশ করে ভুবন বলেন, ‘আমার ইচ্ছে আবার যেন গানের জগতে থাকতে পারি। আবারও যেন মানুষ আমাকে চিনে, ভালবাসে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার প্রতি আশীর্বাদ রাখবেন।’

advertisement

আরও পড়ুনঃ পুজোয় সিকিম ভ্রমণ এবারে আর‌ও সহজ! ৭০০-২৫০০ টাকার প্যাকেজে কোথায় কোথায় ঘুরতে পারবেন? জেনে নিন বিস্তারিত

আরও পড়ুনঃ পুজোয় রাজা-রানির মতো কাটান একদিন, তাও একেবারে কম খরচে! ঘুরে আসুন সোনারুন্দি রাজবাড়ি

অন্যদিকে, ভুবনের স্ত্রীও স্বপ্ন দেখেন একদিন বৃন্দাবন ভ্রমণের। ‘আমার অনেক ইচ্ছা আছে বৃন্দাবন ঘুরতে যাওয়ার। দেবতাচরণের দর্শন করতে চাই, কিন্তু অভাবে এখনও সম্ভব হয়নি। আশা করি একদিন সেই ইচ্ছে পূরণ হবে,’ বলেও জানান তিনি।

advertisement

শেষে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভুবন বলেন, ‘যদি কোনও ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা করে দেবেন। আমার লেখাপড়া বেশি নেই, তবুও সবাই যেন আমার পাশে থাকেন। মানুষের আশীর্বাদ পেলে আবারও এগিয়ে যেতে পারব।’ ভুবনের আশা, একদিন কপিরাইটের টাকা হাতে এলে নতুন গান নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bhuban Badyakar: 'কাঁচা বাদাম' খ্যাত ভুবন বাদ্যকর ফিরছেন! কপিরাইটের টাকা পেলে কী করবেন? জানালেন নিজে মুখেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল