Doctor nurse: অপারেশন থামিয়ে বিশ্রাম চাইলেন পাক চিকিৎসক, ধরা পড়লেন নার্সের সঙ্গে সেই মুহূর্তে! নার্সের গায়ে তখন...
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Doctor nurse viral news: রোগীর অস্ত্রোপচার মাঝপথে থামিয়ে নার্সের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন চিকিৎসক, নিজেই স্বীকার করেছিলেন সেই কথা। সেই সময় নার্স এবং চিকিৎসক কী অবস্থায় ছিলেন তা-ও জানা গিয়েছে।
advertisement
1/5

রোগীর অস্ত্রোপচার মাঝপথে থামিয়ে নার্সের সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন চিকিৎসক, নিজেই স্বীকার করেছিলেন সেই কথা। পাকিস্তানের একজন অ্যানেসথেটিস্ট স্বীকার করেছেন যে তিনি একটি রোগীকে অস্ত্রোপচারের মাঝখানে ফেলে রেখে একটি নার্সের সাথে যৌন কার্যকলাপে লিপ্ত হয়েছিলেন।
advertisement
2/5
ওই চিকিৎসকের নাম ডা. সুহেল আনজুম। সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, তিনি ১৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে গ্রেটার ম্যানচেস্টারের টেমসাইড জেনারেল হাসপাতালে এক রোগীর পিত্তথলি অপারেশন করছিলেন। অস্ত্রোপচারের মাঝপথে তিনি বেরিয়ে যান।প্রতীকী ছবি৷
advertisement
3/5
ম্যানচেস্টার ট্রাইব্যুনালে অভিযোগ জানানো হয়েছিল যে ড. সুহাইল আনজুম সেই সকালে পাঁচটি অস্ত্রোপচারের জন্য অ্যানেসথেটিস্ট ছিলেন। তৃতীয় রোগীর সময়, তিনি সহকর্মীদের বলে বিরতিতে যান। তারপর অন্য একটি অপারেটিং রুমে তাঁকে "আপত্তিকর অবস্থায়" এক নার্সের সঙ্গে দেখা যায়।
advertisement
4/5
ওই প্রতিবেদনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ডা. সুহেল আনজুমকে তার প্যান্ট ঠিক করতে দেখা গেছে, সেই নার্সে প্যান্ট হাঁটুর কাছে নামানো ছিল এবং অন্তর্বাস উন্মুক্ত অবস্থায় ছিল। ঘটনাটি সঙ্গে সঙ্গে রিপোর্ট করা হয়।
advertisement
5/5
জিজ্ঞাসাবাদের সময়, ড. সুহাইল আনজুম স্বীকার করেন যে তিনি একজন রোগীকে অ্যানেসথেসিয়ার অধীনে রেখে নার্সের সাথে "যৌন কার্যকলাপে" লিপ্ত হয়েছিলেন। পরে অবশ্য ওই চিকিৎসক পাকিস্তানে ফিরে যান।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Doctor nurse: অপারেশন থামিয়ে বিশ্রাম চাইলেন পাক চিকিৎসক, ধরা পড়লেন নার্সের সঙ্গে সেই মুহূর্তে! নার্সের গায়ে তখন...