North 2North 24 Parganas News: হিঙ্গলগঞ্জ সীমান্তে হলটা কী? রাতভর স্নিপার ডগ নিয়ে চলল বিএসএফের নাকা চেকিং

Last Updated:

North 24 Parganas News: স্নিপার ডগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। শুধু গাড়ি নয়, পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা করে দেখা হয়। 

+
স্নিপার

স্নিপার ডগ নিয়ে চলছে তল্লাশি 

হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যা: হিঙ্গলগঞ্জ সীমান্তে রাতভর স্নিপার ডগ নিয়ে বিএসএফের নাকা চেকিং। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সীমান্তবর্তী এলাকাজুড়ে রাতভর বিশেষ নাকা চেকিং চালাল বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়ন। বলতলা ক্যাম্পের পক্ষ থেকে স্নিপার ডগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। শুধু গাড়ি নয়, পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা করে দেখা হয়।
বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান এবং মাদক পাচার দিন দিন বাড়ছে। সেই কারণেই রাতভর এই বিশেষ অভিযান। স্থানীয়রা বলছেন, বিএসএফের এই উদ্যোগে তারা অনেকটাই আশ্বস্ত। কারণ দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে অসামাজিক উপাদানরা এপারে প্রবেশ করে নানা অপরাধমূলক কাজ করছে।
advertisement
advertisement
সূত্রের খবর, এই নাকা চেকিং আরও জোরদার করা হবে এবং টানা কয়েকদিন চলবে। বিশেষত রাতের অন্ধকারে যাতে অনুপ্রবেশ, পাচার বা বেআইনি কাজ না ঘটে, সেই দিকেই কড়া নজরদারি রাখা হচ্ছে। বিএসএফের এক আধিকারিকের কথায়, ‘সুন্দরবনের মতো সীমান্ত এলাকায় যেখানে ফ্রেন্সিং নেই সেখানে অনেক অনুপ্রবেশকারী বা চোরাকারীদের বাড় বাড়ন্ত দেখা যায়, সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। পরিচয়পত্র পরীক্ষা ও স্নিপার ডগের সাহায্যে নজরদারি আরও বাড়ানো হয়েছে।’
advertisement
এক স্থানীয় বাসিন্দার মন্তব্য, ‘প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা হওয়ায় এখন বোঝা যাচ্ছে, কে এলাকার ভোটার আর কে বাইরের লোক। এতে এলাকার নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি আসন্ন ভোটের আগে এর গুরুত্বও অনেক।’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 2North 24 Parganas News: হিঙ্গলগঞ্জ সীমান্তে হলটা কী? রাতভর স্নিপার ডগ নিয়ে চলল বিএসএফের নাকা চেকিং
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement