Kajal Aggarwal: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু...! প্রয়াত বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল? খবর ছড়াতেই মুখ খুললেন নায়িকা...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Kajal Aggarwal Fact Check: অভিনেত্রী কাজল আগরওয়াল সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন৷ ঝড়ের গতিতে এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ পরিণতি হাতের বাইরে চলে যেতেই বাধ্য হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন কাজল৷
মুম্বই: ফিল্ম ইন্ডাস্ট্রিতে ধুন্ধুমার কাণ্ড৷ সোমবার রাতে খবর ছড়িয়ে পড়ে অভিনেত্রী কাজল আগরওয়াল সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন৷ ঝড়ের গতিতে এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ পরিণতি হাতের বাইরে চলে যেতেই বাধ্য হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন কাজল৷
সোশ্যাল মিডিয়ায় এই গুজব দাবানলের মতো ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রী নিজেই স্পষ্ট করে বলেন যে ,এই খবর পুরোপুরি ভিত্তিহীন৷ সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের বলেন, তিনি সড়ক দুর্ঘটনায় জড়িয়ে পড়ার দাবিতে সরব হয়েছিলেন। তিনি পুরোপুরি সুস্থ আছেন এবং সকলকে ভিত্তিহীন জল্পনা-কল্পনায় মাথা না ঘামানোর কথা জানিয়েছেন।
আরও পড়ুন-সেপ্টেম্বরেই ‘মালামাল’…! মা দুর্গার সবচেয়ে প্রিয় এই ৪ রাশি, দু-হাত ভরিয়ে দেবেন অঢেল অর্থ-যশ-সম্পত্তি, মহালক্ষ্মী রাজযোগে ভাসবেন টাকার সমুদ্রে
advertisement
advertisement
অভিনেত্রী আরও বলেন, আমি কিছু ভিত্তিহীন খবর পেয়েছি যেখানে দাবি করা হচ্ছে যে আমি দুর্ঘটনার কবলে পড়েছি এবং আমি আর নেই৷ সত্যি বলতে, এটি বেশ মজাদার কারণ এটি সম্পূর্ণ মিথ্যা, কাজল তার ইনস্টাগ্রাম স্টোরিজে এবং এক্স হ্যান্ডেল সকলের উদ্দেশ্যে একথা জানিয়েছেন।
আরও পড়ুন-সেপ্টেম্বরেই লাগবে ‘লটারি’…! পুজোর আগেই ‘মালামাল’ ৩ রাশি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, খুলে যাবে ভাগ্যের দরজা
advertisement
তিনি আরও বলেন, ঈশ্বরের কৃপায়, আমি আপনাদের সকলকে আশ্বস্ত করতে চাই যে আমি পুরোপুরি ভালোআছি, নিরাপদে আছি এবং খুব ভাল আছি। আমি আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা খবর বিশ্বাস করবেন না বা প্রচার করবেন না। আসুন আমরা তার পরিবর্তে ইতিবাচকতা এবং সত্যের দিকে ফোকাস করি৷
সম্প্রতি, কাজল তার স্বামী গৌতম কিচলুর ও তিন বছরের ছেলের সঙ্গে মলদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। কাজলকে শেষবার দেখা গিয়েছিল বিষ্ণু মাঞ্চুর ‘কান্নাপ্পা’ ছবিতে। তিনি হিন্দি ছবি ‘সিকান্দার’-তেও অভিনয় করেছিলেন, যেখানে সলমন খান এবং রশ্মিকা মান্দান্না অভিনয় করেছিলেন। এরপর, তাকে কমল হাসানের ‘ইন্ডিয়ান ৩’-তে দেখা যাবে। নীতেশ তিওয়ারির দুই পর্বের মহাকাব্য রামায়ণের অংশ হিসেবেও তাকে দেখা যাবে বলে জানা গেছে । মনে করা হচ্ছে, কাজল রাবণের স্ত্রী মন্দোদরীর চরিত্রে অভিনয় করবেন, যশ রাবণের চরিত্রে অভিনয় করবেন। এছাড়াও এই ছবিতে রয়েছেন রণবীর কাপুর এবং সাই পল্লবী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 1:23 PM IST