কোন জায়গার নাম উল্টো লিখলেও সোজা দেখায়? তাও আবার ৩টি ভাষাতেই! রয়েছে আমাদের কাছেই!

Last Updated:
Which Indian city name look straight if written upside down in 3 languages: ভারতে এমন একটি শহর রয়েছে যে শহরের নাম সোজা অথবা উল্টো যেভাবে লিখবেন একই হবে? সেই শহরের নাম কী? উত্তর দিতে ব্যর্থ অনেকেই।
1/7
বর্তমানে প্রতিযোগিতার বাজার। চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। ফলে নিজেকে সঠিকভাবে তৈরি করা খুব দরকার।
বর্তমানে প্রতিযোগিতার বাজার। চাকরির বাজারের অবস্থা খুবই খারাপ। ফলে নিজেকে সঠিকভাবে তৈরি করা খুব দরকার।
advertisement
2/7
বিশেষ করে সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জ্ঞান খুবই প্রয়োজন।
বিশেষ করে সরকারি বা বেসরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞান বা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জ্ঞান খুবই প্রয়োজন।
advertisement
3/7
এছাড়াও বর্তমানে চাকরির পরীক্ষাগুলিতে বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরেছি আমরা।
এছাড়াও বর্তমানে চাকরির পরীক্ষাগুলিতে বুদ্ধির প্রশ্নও এসে থাকে। তেমনই একটি প্রশ্ন এই প্রতিবেদনে তুলে ধরেছি আমরা।
advertisement
4/7
ভারতে এমন একটি শহর রয়েছে যে শহরের নাম সোজা অথবা উল্টো যেভাবে লিখবেন একই হবে? সেই শহরের নাম কী?
আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক কথাই বলে থাকি যা আদতে বাংলা নয়। আসলে ইংরেজি বা অন্য কোনও বিদেশি ভাষা থেকে তা গৃহীত হয়েছে। বর্তমানে তা চলতি শব্দে পরিণত হয়েছে।
advertisement
5/7
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খেয়েছেন অনেকেই। কিন্তু একটি বুদ্ধি খরচ করলেই এর উত্তর দেওয়া সম্ভব। আরও একবার ভেবে দেখুন।
এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খেয়েছেন অনেকেই। কিন্তু একটি বুদ্ধি খরচ করলেই এর উত্তর দেওয়া সম্ভব। আরও একবার ভেবে দেখুন।
advertisement
6/7
এবার আসা যাক উত্তরে। ওড়িশা রাজ্যের কটক শহরের নাম উল্টো লিখলেও সোজা দেখাবে। তাও আবার একটিব, দুটি নয় ৩টি ভাষাতে।
এবার আসা যাক উত্তরে। ওড়িশা রাজ্যের কটক শহরের নাম উল্টো লিখলেও সোজা দেখাবে। তাও আবার একটিব, দুটি নয় ৩টি ভাষাতে।
advertisement
7/7
তবে হিন্দি, ইংরেজি, বাংলাতে নয়। কটকের নাম উল্টো লিখলেও সোজা দেখাবে  বাংলা, হিন্দি, উড়িয়া ভাষায়।  সোজা বা উল্টো যেইভাবেই লিখবেন তা একই দেখাবে।
তবে হিন্দি, ইংরেজি, বাংলাতে নয়। কটকের নাম উল্টো লিখলেও সোজা দেখাবে বাংলা, হিন্দি, উড়িয়া ভাষায়। সোজা বা উল্টো যেইভাবেই লিখবেন তা একই দেখাবে।
advertisement
advertisement
advertisement