TRENDING:

North 2North 24 Parganas News: হিঙ্গলগঞ্জ সীমান্তে হলটা কী? রাতভর স্নিপার ডগ নিয়ে চলল বিএসএফের নাকা চেকিং

Last Updated:

North 24 Parganas News: স্নিপার ডগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। শুধু গাড়ি নয়, পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা করে দেখা হয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হিঙ্গলগঞ্জ, জুলফিকার মোল্যা: হিঙ্গলগঞ্জ সীমান্তে রাতভর স্নিপার ডগ নিয়ে বিএসএফের নাকা চেকিং। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের সীমান্তবর্তী এলাকাজুড়ে রাতভর বিশেষ নাকা চেকিং চালাল বিএসএফের ৭৭ নম্বর ব্যাটেলিয়ন। বলতলা ক্যাম্পের পক্ষ থেকে স্নিপার ডগ নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। শুধু গাড়ি নয়, পথচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এবং প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা করে দেখা হয়।
advertisement

বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান এবং মাদক পাচার দিন দিন বাড়ছে। সেই কারণেই রাতভর এই বিশেষ অভিযান। স্থানীয়রা বলছেন, বিএসএফের এই উদ্যোগে তারা অনেকটাই আশ্বস্ত। কারণ দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে অসামাজিক উপাদানরা এপারে প্রবেশ করে নানা অপরাধমূলক কাজ করছে।

আরও পড়ুন-সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু…! প্রয়াত বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল? খবর ছড়াতেই মুখ খুললেন নায়িকা…

advertisement

সূত্রের খবর, এই নাকা চেকিং আরও জোরদার করা হবে এবং টানা কয়েকদিন চলবে। বিশেষত রাতের অন্ধকারে যাতে অনুপ্রবেশ, পাচার বা বেআইনি কাজ না ঘটে, সেই দিকেই কড়া নজরদারি রাখা হচ্ছে। বিএসএফের এক আধিকারিকের কথায়, ‘সুন্দরবনের মতো সীমান্ত এলাকায় যেখানে ফ্রেন্সিং নেই সেখানে অনেক অনুপ্রবেশকারী বা চোরাকারীদের বাড় বাড়ন্ত দেখা যায়, সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। পরিচয়পত্র পরীক্ষা ও স্নিপার ডগের সাহায্যে নজরদারি আরও বাড়ানো হয়েছে।’

advertisement

View More

আরও পড়ুন-একমুহূর্তে সব শেষ…! মাত্র ৩৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, কাঁদছে ফিল্ম ইন্ডাস্ট্রি

এক স্থানীয় বাসিন্দার মন্তব্য, ‘প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা হওয়ায় এখন বোঝা যাচ্ছে, কে এলাকার ভোটার আর কে বাইরের লোক। এতে এলাকার নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি আসন্ন ভোটের আগে এর গুরুত্বও অনেক।’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 2North 24 Parganas News: হিঙ্গলগঞ্জ সীমান্তে হলটা কী? রাতভর স্নিপার ডগ নিয়ে চলল বিএসএফের নাকা চেকিং
Open in App
হোম
খবর
ফটো
লোকাল