বিএসএফের তরফে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, চোরাচালান এবং মাদক পাচার দিন দিন বাড়ছে। সেই কারণেই রাতভর এই বিশেষ অভিযান। স্থানীয়রা বলছেন, বিএসএফের এই উদ্যোগে তারা অনেকটাই আশ্বস্ত। কারণ দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে অসামাজিক উপাদানরা এপারে প্রবেশ করে নানা অপরাধমূলক কাজ করছে।
advertisement
সূত্রের খবর, এই নাকা চেকিং আরও জোরদার করা হবে এবং টানা কয়েকদিন চলবে। বিশেষত রাতের অন্ধকারে যাতে অনুপ্রবেশ, পাচার বা বেআইনি কাজ না ঘটে, সেই দিকেই কড়া নজরদারি রাখা হচ্ছে। বিএসএফের এক আধিকারিকের কথায়, ‘সুন্দরবনের মতো সীমান্ত এলাকায় যেখানে ফ্রেন্সিং নেই সেখানে অনেক অনুপ্রবেশকারী বা চোরাকারীদের বাড় বাড়ন্ত দেখা যায়, সেই বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। পরিচয়পত্র পরীক্ষা ও স্নিপার ডগের সাহায্যে নজরদারি আরও বাড়ানো হয়েছে।’
আরও পড়ুন-একমুহূর্তে সব শেষ…! মাত্র ৩৭-এ অকালে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা, কাঁদছে ফিল্ম ইন্ডাস্ট্রি
এক স্থানীয় বাসিন্দার মন্তব্য, ‘প্রত্যেকের আধার কার্ড পরীক্ষা হওয়ায় এখন বোঝা যাচ্ছে, কে এলাকার ভোটার আর কে বাইরের লোক। এতে এলাকার নিরাপত্তা যেমন নিশ্চিত হচ্ছে, তেমনি আসন্ন ভোটের আগে এর গুরুত্বও অনেক।’