TRENDING:

বন্দে ভারত ট্রেনের কামরায় যাত্রী করে বসলেন চরম লজ্জাজনক কাজ...! 'একী, এটা কী করছেন আপনি?' বারণ করতেই যা ঘটল, ঘাম ছুটল সহযাত্রীর!

Last Updated:
Indian Railways: কিন্তু কিছু কিছু ভিডিও এমনও হয় যা দেখলে ছিটকে যান মানুষ। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যে ওঠে সমালোচনার ঝড়। বন্দে ভারত ট্রেনের কামরার এমনই একটি দৃশ্য এবার ভাইরাল হয়েছে আগুনের মতো।
advertisement
1/12
বন্দে ভারত ট্রেনের কামরায় যাত্রী করে বসলেন চরম লজ্জাজনক কাজ...! 'একী, এটা কী করছেন আপনি?'
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয় নিত্য নতুন ছবি, ভিডিও। কখনও সেইসব মুহূর্ত বা দৃশ্য দেখলে ভয়ে আঁতকে উঠতে হয় আবার কখনও তা দেখতেই সোশ্যাল মিডিয়ায় হাসির ফোয়ারা ছোটে।
advertisement
2/12
কিন্তু কিছু কিছু ভিডিও এমনও হয় যা দেখলে ছিটকে যান মানুষ। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যে ওঠে সমালোচনার ঝড়। বন্দে ভারত ট্রেনের কামরার এমনই একটি দৃশ্য এবার ভাইরাল হয়েছে আগুনের মতো।
advertisement
3/12
আসমুদ্রহিমাচলে ইতিমধ্যেই ছড়িয়ে পড়া এই দৃশ্য দেখে ছিছিক্কার পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের মধ্যে। কী এমন ঘটেছিল সেদিন বন্দে ভারতের মতো অত্যাধুনিক ট্রেনের কামরায়? যা দেখে চোখ কপালে উঠেছে সকলের! শুনলে আপনিও স্থির থাকতে পারবেন না, শিওর।
advertisement
4/12
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আর পাঁচদিনের মতোই হাওড়া রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেনেই আচমকা এক যাত্রী এমন একটি কাজ করে বসলেন যা দেখতেই আঁতকে উঠলেন পাশের যাত্রী। ঠিক কী ঘটল ওঁর চোখের সামনে?
advertisement
5/12
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। এই সময় ওই যাত্রী এসে অদ্ভুত আচরণ করতে শুরু করেন। এমন ভাব যেন তিনি তাঁর বেডরুমেই বসে আছেন।
advertisement
6/12
সহযাত্রী তাঁর পোস্টে জানান মনে হচ্ছিল উনি মাতাল বা নেশাগ্রস্থ। যাত্রীটি কিছু একটা চিবিয়ে খাচ্ছিলেন এবং পরমুহূর্তেই আচমকা সবার সামনেই মাটিতে থুতু ফেলতে শুরু করেন তিনি। ট্রেনের অন্যান্য যাত্রীরাও তাঁর আচরণ দেখে তাজ্জব, "একী করছেন এই লোকটা?"
advertisement
7/12
সহযাত্রী ঘটনায় তিতিবিরক্ত হয়ে বলেন, "লোকটি এমনভাবে ট্রেনে ওঠে, যেন এটি তাঁর বাড়ি। মনে হচ্ছিল তিনি নেশাগ্রস্ত ছিল। লোকটি ট্রেনের মেঝেতে থুতু ফেলছিলেন। কিন্তু তাঁকে তা করতে না করা হলেও তিনি শোনেননি।
advertisement
8/12
কিন্তু তিনি পরে যখন আবার থুতু ফেলতে যাচ্ছিলেন, আবার তাঁকে বারণ করা হলে ওই যাত্রীকে অবাক করে দিয়ে, ওই ব্যক্তি এবার তাঁর পাশের সিটেই থুতু ফেলে দেন।
advertisement
9/12
সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হতেই নেটিজেনরা এর তীব্র সমালোচনা করেন। কেউ লেখেন, "আপনি এমন এক পৃথিবীতে বাস করছেন যেখানে লোকেরা বিশ্বাস করে যে টিকিট কাটলেই বুঝি তাঁরা সরকারি সম্পত্তির মালিক হয়ে যান!"
advertisement
10/12
এই পোস্টে কেউ আবার তাঁর নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে লেখেন, "এটা সত্যি। আমার সঙ্গেও শেয়ার্ড ক্যাবে এমন একটা ঘটনা ঘটেছিল। একজন মহিলা তাঁর মেকআপ মুছে গাড়িতেই টিস্যু ফেলছিলেন। আমি তাঁকে বারণ করায়, তিনি বলেন, এটা আমার নাক গলানোর ব্যাপার নয় কারণ তিনি তাঁর টাকা খরচ করেই ক্যাবে যাচ্ছেন।"
advertisement
11/12
রেডিট ব্যবহারকারীর বন্দে ভারতে ভ্রমণের এমন আজব অভিজ্ঞতা পোস্টের মাধ্যমে শেয়ার হতেই তা তীব্র বিতর্কের জন্ম দিয়েছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে।
advertisement
12/12
r/indianrailways-এর Reddit পেজে @SupermarketLeather84-এর 'নাগরিক জ্ঞানের অভাব' শিরোনামে এই Reddit পোস্টটি ইন্টারনেটে চরম ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। এটি এখনও পর্যন্ত ৬৫০টিরও বেশি আপভোট এবং ২৫০ টিরও বেশি মন্তব্য পেয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বন্দে ভারত ট্রেনের কামরায় যাত্রী করে বসলেন চরম লজ্জাজনক কাজ...! 'একী, এটা কী করছেন আপনি?' বারণ করতেই যা ঘটল, ঘাম ছুটল সহযাত্রীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল