বর্ধমান স্টেশনে দুর্ঘটনা! পদপিষ্ট হলেন বহু যাত্রী, আহত অন্তত ৬, দেখুন ভিডিও

Last Updated : দক্ষিণবঙ্গ
ট্রেন স্টেশনে পদপিষ্ট হলেন একাধিক যাত্রী। বর্ধমান ট্রেন স্টেশনে প্রথমে পড়ে গিয়েছিলেন এক মহিলা, হুড়োহুড়ির চোটে তার উপর পড়ে যান আরও কয়েকজন যাত্রী? প্রত্যক্ষদর্শীদের দাবি এমনটাই। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছ’জন। তাঁদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বর্ধমান রেল স্টেশনে একটি ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন বলে রেল কর্তৃপক্ষ তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পদপিষ্টের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি পূর্ব রেল কর্তৃপক্ষের। রেল যাত্রী ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৫ টা ১৫ থেকে ৫ টা ২৫-এর মধ্যে এই ঘটনা ঘটেছে। বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে নামা ওঠার সিঁড়িতে এই হুড়োহুড়ির ঘটনা ঘটে। তাতেই পদপিষ্ট হন যাত্রীরা।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
বর্ধমান স্টেশনে দুর্ঘটনা! পদপিষ্ট হলেন বহু যাত্রী, আহত অন্তত ৬, দেখুন ভিডিও
advertisement
advertisement