দুর্গাপুর নির্যাতন কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Minakshi Mukherjee: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। চাঁপদানীর মনসাতলায় গনতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন মিনাক্ষী।
সোমনাথ ঘোষ, চাঁপদানী: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। চাঁপদানীর মনসাতলায় গণতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন মিনাক্ষী। দুর্গাপুরে ডাক্তারী ছাত্রীকে গণ ধর্ষনের ঘটনা প্রসঙ্গে মিনাক্ষী বলেন, “যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে মেয়েদের রাতে বেরোনো দরকার নেই, তার মুখ্যমন্ত্রী থাকার কোন অধিকার নেই“।
advertisement
advertisement
সেই সঙ্গে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল নিয়ে তিনি বলেন, “গোটা আসানসোল দুর্গাপুর এলাকার দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবৈধ খাদান চলছে, ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া এলাকায় জুয়া চলছে। মাটি, বালি পাচার করে অজয় এবং দামোদরকে নষ্ট করে দিয়েছে, অবৈধ নির্মাণ হচ্ছে। অসংখ্য স্কুল কলেজ ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে। আর পুলিশ শুধু ভাগ-বাটোয়ারাতে ব্যস্ত থাকবে“।
advertisement
ধর্ষণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাইরে থেকে আশা এক ছাত্রী গণধর্ষিতা হয়েছে। মেয়েটির বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে চলে যাব। এটা আমাদের কাছে চরম যন্ত্রণার। মনে হল যেন মেয়েটা আমাদের বাড়িতে ছিল তাকে আমরা দেখতে পারলাম না। এটাই কি পশ্চিমবঙ্গের ভবিতব্য?“
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 9:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুর নির্যাতন কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী