দুর্গাপুর নির্যাতন কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী

Last Updated:

Minakshi Mukherjee: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। চাঁপদানীর মনসাতলায় গনতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন মিনাক্ষী।

কী বললেন মীনাক্ষী?
কী বললেন মীনাক্ষী?
সোমনাথ ঘোষ, চাঁপদানী: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। চাঁপদানীর মনসাতলায় গণতান্ত্রিক মহিলা সমিতির সম্মেলনের সভায় উপস্থিত ছিলেন মিনাক্ষী। দুর্গাপুরে ডাক্তারী ছাত্রীকে গণ ধর্ষনের ঘটনা প্রসঙ্গে মিনাক্ষী বলেন, যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে মেয়েদের রাতে বেরোনো দরকার নেই, তার মুখ্যমন্ত্রী থাকার কোন অধিকার নেই
advertisement
advertisement
সেই সঙ্গে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চল নিয়ে তিনি বলেন,গোটা আসানসোল দুর্গাপুর এলাকার দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। অবৈধ খাদান চলছে, ঝাড়খণ্ডের বর্ডার লাগোয়া এলাকায় জুয়া চলছে। মাটি, বালি পাচার করে অজয় এবং দামোদরকে নষ্ট করে দিয়েছে, অবৈধ নির্মাণ হচ্ছে। অসংখ্য স্কুল কলেজ ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে। আর পুলিশ শুধু ভাগ-বাটোয়ারাতে ব্যস্ত থাকবে
advertisement
ধর্ষণ প্রসঙ্গে তিনি আরও বলেন,বাইরে থেকে আশা এক ছাত্রী গণধর্ষিতা হয়েছে। মেয়েটির বাবা বললেন, আমি আমার মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে নিয়ে চলে যাব। এটা আমাদের কাছে চরম যন্ত্রণার। মনে হল যেন মেয়েটা আমাদের বাড়িতে ছিল তাকে আমরা দেখতে পারলাম না। এটাই কি পশ্চিমবঙ্গের ভবিতব্য?
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্গাপুর নির্যাতন কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে এবার আক্রমণে সিপিএম নেত্রী মীনাক্ষী
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement