Train Accident: ফের ট্রেনে বিপদ, বর্ধমান স্টেশনে বড় দুর্ঘটনা! পড়ে গেলেন একাধিক যাত্রী, আহত অন্তত ছয়
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Train Accident: ট্রেন স্টেশনে পদপিষ্ট হলেন একাধিক যাত্রী। বর্ধমান ট্রেন স্টেশনে প্রথমে পড়ে গিয়েছিলেন এক মহিলা, হুড়োহুড়ির চোটে তার উপর পড়ে যান আরও কয়েকজন যাত্রী? প্রত্যক্ষদর্শীদের দাবি এমনটাই। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
বর্ধমান: ট্রেন স্টেশনে পদপিষ্ট হলেন একাধিক যাত্রী। বর্ধমান ট্রেন স্টেশনে প্রথমে পড়ে গিয়েছিলেন এক মহিলা, হুড়োহুড়ির চোটে তার উপর পড়ে যান আরও কয়েকজন যাত্রী? প্রত্যক্ষদর্শীদের দাবি এমনটাই। এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ছ’জন। তাঁদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। বর্ধমান রেল স্টেশনে একটি ঘটনায় দুই যাত্রী আহত হয়েছেন বলে রেল কর্তৃপক্ষ তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পদপিষ্টের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি পূর্ব রেল কর্তৃপক্ষের। রেল যাত্রী ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল ৫ টা ১৫ থেকে ৫ টা ২৫-এর মধ্যে এই ঘটনা ঘটেছে। বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে নামা ওঠার সিঁড়িতে এই হুড়োহুড়ির ঘটনা ঘটে। তাতেই পদপিষ্ট হন যাত্রীরা।
advertisement
advertisement
সূত্রের খবর, ৫ নং প্লাটফর্মে হলদিবাড়ি এক্সপ্রেস ও ৪ নং প্লাটফর্মে আসা হাওড়া মেইন লাইন লোকালের যাত্রীদের মধ্যে ট্রেনে ওঠা এবং নামার হুড়োহুড়িতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের হন ৩ জন মহিলা এবং ৩ জন পুরুষ যাত্রী আছেন। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬ জন আহত হাসপাতালে এসেছেন। দ্রুত তাঁদের চিকিৎসা শুরু করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা স্থিতিশীল হলেও ২ জনের আঘাত গুরুতর।
advertisement
যাত্রীরা জানিয়েছেন, হাওড়া থেকে আসা লোকাল ট্রেনটিকে ফের হাওড়া গামী মেন লাইন লোকাল বলে ঘোষণা করা হয়। ফুট ওভার ব্রিজের ওপর অপেক্ষায় থাকা যাত্রীরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করেন। ঠিক তখনই হাওড়া থেকে আসা লোকাল ট্রেনের যাত্রীরা ওই একই সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা চালাতে থাকেন। তার ফলেই হুড়োহুড়ির সৃষ্টি হয় এবং এই পদপৃষ্ঠের ঘটনা ঘটে যায়। যাত্রীরা বলছেন, ভিড়ে অনেকেই অসুস্থ বোধ করছিলেন। তার মধ্যে অসুস্থ পুরুষ মহিলারাও ছিলেন। তবে ছয় জন আহত হওয়ায় তাদেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 12, 2025 8:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: ফের ট্রেনে বিপদ, বর্ধমান স্টেশনে বড় দুর্ঘটনা! পড়ে গেলেন একাধিক যাত্রী, আহত অন্তত ছয়