Bardhaman Rail Station Stamped Situation: বর্ধমান স্টেশনে কীভাবে পদপিষ্টের ঘটনা? রেল কী জানাল? প্রত্যক্ষদর্শীর বয়ান জানলে চমকে যাবেন!

Last Updated:

Bardhaman Rail Station Stamped Situation: বর্ধমান স্টেশনে ফের পদপিষ্টের ঘটনায় বিরাট চাঞ্চল্য। আহত একাধিক। ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কীভাবে ঘটল দুর্ঘটনা?

ঘটনার মুহূর্তের ছবি
ঘটনার মুহূর্তের ছবি
বর্ধমান: বর্ধমান স্টেশনে ফের পদপৃষ্ঠের ঘটনা, আহত ৭। ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রেল যাত্রী ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ টা ১৫ থেকে ৫ টা ২৫-এর মধ্যে ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মে নামা ওঠার সিঁড়িতে।
সূত্রের খবর, ৫ নং প্ল্যাটফর্মে হলদীবাড়ি এক্সপ্রেস ও ৪ নং প্ল্যাটফর্মে আসা হাওড়া মেইন লাইন লোকালের যাত্রীদের মধ্যে ট্রেনে চাপা ও নামার হুড়োহুড়িতে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৩ জন মহিলা ও ৩ জন পুরুষযাত্রী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৭ জনের মধ্যে ৪ জনের অবস্থা স্থিতিশীল হলেও ২ জনের আঘাত গুরুতর।
advertisement
আরও পড়ুন: এসআইআরে ভোটারের নাম বাদ গেলে কী করতে হবে? বীরভূমের সভায় বড় ‘নির্দেশ’ দিলেন সায়ন্তিকা
প্রত্যক্ষদর্শী ভিকি রাউথ জানান, হুড়োহুড়ির কারণে এই ঘটনা ঘটেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। চার নম্বর প্ল্যাটফর্মে হাওড়া বর্ধমান ডাউন গাড়ি এসেছে সেটাকে আবার বর্ধমান হাওড়া মেন লাইন লোকাল ৫:২৫ করেছে চার নম্বরে। ছয় নম্বরে রামপুরহাট লোকাল, সাত নম্বরে আসানসোল লোকাল সেই নিয়ে ভিড় জমে ছিল। যারা হাওড়া থেকে নেমেছে ওরা যাবে আসানসোল বা রামপুরহাট ছোটাছুটি করছে। তার মধ্যে সিঁড়িতে খুব হুড়োহুড়ি লেগে যায়। আরপিএফ সামলানোর চেষ্টা করছিল। কিন্তু ভিড় খুব বেশি ছিল তারই মধ্যে হুড়োহুড়িতে বেশ কয়েকজন পড়ে গিয়ে আহত হন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
advertisement
advertisement
আরও পড়ুন: ৭ লক্ষণ: বলে দিতে পারে শরীরে ক্যালশিয়ামের অভাব হচ্ছে কি না, বড় বিপদে পড়ার আগে জানুন
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সন্ধ্যায় বর্ধমান স্টেশনের ফুট ওভার ব্রিজ (FOB) থেকে ৪ নং প্ল্যাটফর্মে নামার সময় এক মহিলা ভারসাম্য হারিয়ে সিঁড়িতে পড়ে যান। ওই মহিলা পড়ে যাওয়ার পর, তাঁর ধাক্কায় সিঁড়িতে থাকা তার পাশের অন্য যাত্রীরাও ভারসাম্য হারান এবং পড়ে যান।​ প্ল্যাটফর্মে উপস্থিত কর্তব্যরত আরপিএফ (RPF) এবং রেল কর্মীরা অবিলম্বে তাঁদের সাহায্য করেন। রেলের ডাক্তাররাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই ঘটনায় দুইজন সামান্য আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।​এই ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। বর্ধমান স্টেশনে সমস্ত ট্রেন স্বাভাবিকভাবে আসা-যাওয়া করছে। স্টেশনে ভিড়ও নেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bardhaman Rail Station Stamped Situation: বর্ধমান স্টেশনে কীভাবে পদপিষ্টের ঘটনা? রেল কী জানাল? প্রত্যক্ষদর্শীর বয়ান জানলে চমকে যাবেন!
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement