Bhai Phota 2025: ভাইফোঁটার সময় ভাইয়ের মুখ কোন দিকে থাকবে? ভাইবোনের জীবনে আনন্দ-সমৃদ্ধি দেখতে চাইলে জেনে রাখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Bhai Phota 2025: কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে দেশজুড়ে পালিত হয় ভাইফোঁটা। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় তাঁকে ফোঁটা দিয়ে থাকে বোনেরা। ফোঁটার সময় ভাইয়ের মুখ কোনদিকে থাকবে?
কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে দেশজুড়ে পালিত হয় ভাইফোঁটা। এই দিন ভাইয়ের মঙ্গল কামনায় তাঁকে ফোঁটা দিয়ে থাকে বোনেরা।
advertisement
স্থানভেদে নাম আলাদা। এই দিন সকাল থেকে উপবাস করে ভাইদের ফোঁটা দেন বোনেরা। এই দিনের পিছনে পৌরাণিক কাহিনি প্রায় অনেকেরই জানা।
advertisement
পৌরাণিক কাহিনী অনুযায়ী, এই তিথিতেই মৃত্যুর দেবতা যম বোন যমুনার বাড়িতে যান। সেখানে তাঁর আতিথেয়তা গ্রহণ করেন। সেই অনুসারে শুরু ভাইফোঁটা।
advertisement
এছাড়াও আরও একটি কাহিনী। মনে করা হয়, নরকাসুরের বধের পর ভগবান কৃষ্ণ বোন সুভদ্রার কাছে যান। তিনি ভাইয়ের কপালে তিলক লাগিয়েছিলেন। তখন থেকেই শুরু হয় ভাইফোঁটা।
advertisement
এদিন কিছু বিশেষ নিয়ম পালন করতে হয়। ফলে ভাইয়ের মঙ্গল কামনায় যাতে অজান্তেও কোনো ভুল না হয়, সেদিকে নজর রাখতে হবে। দেখে নেওয়া যাক সেইসব নিয়ম।
advertisement
ভাইফোঁটার দিন ভাই ও বোন দু'জনেরই কালো পোশাক এড়িয়ে যাওয়া উচিত। কালো রংটি অশুভ বার্তা বহন করে। ভাইফোঁটা দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরা উচিত।
advertisement
ফোঁটা দেওয়ার সময় খেয়াল রাখা প্রয়োজন ভাইয়ের মুখ যেন উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে যেন থাকে। ওই দিকনির্দেশ মেনে চললে দু'জনের জীবনে সুখ নেমে আসেবে।
advertisement
ভাই ফোঁটায় প্রথমে একটি কাঠের চৌকি বা আসনে ভাইকে বসিয়ে দিন। মনে রাখবেন ভাইয়ের মুখ যেন পূর্ব দিকে থাকে। তারপর ভাইয়ের কপালে তিলক লাগান।
advertisement
তিলক লাগানোর পর ভাইয়ের হাতে কলাবা বা লাল সুতো বেঁধে দিন। এরপর প্রদীপ জ্বালিয়ে আপনার ভাইয়ের জন্য আরতি করুন এবং তার দীর্ঘায়ু কামনা করুন।
advertisement